জেলাভিত্তিক কিশোরী উৎকর্ষ মঞ্চ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৬ ডিসেম্বর৷৷ গতকাল সকাল এগারটায় চড়িলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বিআরসি হলঘরে  জেলাভিত্তিক কিশোরী উৎকর্ষ মঞ্চ অনুষ্ঠিত হয়৷ যদিও শুক্রবার ছিল মঞ্চের মূল অনুষ্ঠান৷ এই মঞ্চে উপস্থিত ছিলেন বিশালগড় ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন দুলন হাজারি,  ড বিথিকা চৌধুরী (আর এম এস এ ত্রিপুরা রাজ্য) আদান কুমার ত্রিপুরা (শিক্ষা অধিকর্তা বিশালগড়) অন্যান্য অতিথি এবং অভিভাবক শিক্ষক শিক্ষিকাগণ৷ মূল অনুষ্ঠানের মহতি মঞ্চে ঊনকোটি উচ্চ মাধ্যমিক ও উনপঞ্চাশটি মাধ্যমিক স্তরের বিদ্যালয়ের কিশোরীরা উপস্থিত ছিলেন৷ সিপাহিজলা জেলার আটষট্টিটি বিদ্যালয়ের কিশোরীদের মদ্যে যে সমস্ত কিশোরীরা তার ভালো শিষ্টাচার, যোগা প্রদর্শন, নৃত্য পরিবেশনে প্রথম স্থানাধিকারী হয় তাদের মধ্যে কিশোরী তিনজনকে শংসাপত্র ও পুরস্কার প্রদান করা হয়েছে৷ সবচেয়ে উল্লেখযোগ্য আনন্দময় অনুষ্ঠান ছিল হজাগিরি নৃত্য ও যোগা প্রদর্শন৷ শুক্রবারের অনুষ্ঠানে হজাগিরি নৃত্য পরিবেশন করেছে মধুপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কিশোরী রমা কর্মকার (একাদশ শ্রেণীর ছাত্রী) এবং বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের কিশোরী চোমুই দেববর্মা৷ অফিসটিলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের দুই কিশোরী জয়শ্রী বণিক ও পূজা বণিক যোগা পরিবেশন  করে আমন্ত্রিত অতিথিদের মন জয় করে নেয়৷  অনুষ্ঠানে বিশেষ অতিথি তথা অঞ্জলী সরকার বলেন শিশুর অধিকার ও মর্যাদা রক্ষা করা একান্ত আবশ্যক৷ শিশুর সার্বিক  উন্নয়ন নিশ্চিত করা এবং অধিকার সংরক্ষণের মাধ্যমে একটি সৎ, দেশপ্রেমিক ও কর্মক্ষম ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে আরএমএসএ জেলাস্তর থেকে  কিশোরীদের আন্তর্জাতিক স্তরে পৌঁছানোর  দায়িত্ব পালন করবে৷ এভাবেই  কিশোরী উৎকর্ষ মঞ্চের কেউ বা দীপা কর্মকারের মতো পৃথিবীতে সাড়া জাগাবে৷ তাছাড়া এই জেলাভিত্তিক কিশোরী উৎকর্ষ মঞ্চ আগামী ঊনিশ ও ছাবিবশ তারিখ জম্পুইজলা ও সোনামুড়ায় অনুষ্ঠান করবে বলে জানা গেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *