জম্মু, ১৬ ডিসেম্বর (হি.স.): নিজের সার্ভিস পিস্তল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন সামরিক ৱাহিনীর এক মহিলা আধিকারিক| শুক্রৱার জম্মুতে নিজের ঘরে মৃত অৱস্থায় পাওয়া যায় মেজর অনিতা কুমারী (৩৬)-কে| গত দু-তিন দিন ধরেই অনিতার ঘর থেকে কোনও সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না| সন্দেহ হওয়ায় প্রতিৱেশীরা ঘরের দরজা ভেঙে দেখেন অনিতার রক্তাক্ত দেহ পড়ে রয়েছে|
প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, গত ১৪ অথৱা ১৫ ডিসেম্বর মধ্যরাতে অনিতা কুমারী আত্মহত্যা করেছেন| নিজের সার্ভিস পিস্তল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন তিনি| পুলিশ জানিয়েছে, হিমাচল প্রদেশের চাম্বা এলাকার ৱাসিন্দা হলেন মেজর অনিতা কুমারী| গত তিন দিন অনিতা তঁার ইউনিটে যাননি| তঁার ইউনিটের কোনও আধিকারিক খেঁাজ নিতে আসেননি| গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ