নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ১৪ ডিসেম্বর৷৷ দক্ষিণ জেলার বিলোনীয়ার পিআর বাড়ি থানার অধীন নিহারনগর হাসপাতাল সংলগ্ণ এলাকা থেকে তিনজন নাইজেরিয়ার নাগরিক ও ১১ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েএছ৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে৷
সংবাদে প্রকাশ, বুধবার বিকালে স্থানীয় জনগণ দেখেতে পান তিনজন বিদেশী নাগরিক সহ ১৪ জন সন্দেহজন ভাবে ঘুরাফেরা করছে নিহারনগর হাসপাতাল এলাকায়৷ সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয়েছে পি আর বাড়ি থানায়৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়৷ তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে৷ অবৈধ ভবে ভারতে প্রবেশ করার একটি মামলা হয়েছে৷ তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ কেন তারা ভারতে এসেছে এনিয়ে প্রশ্ণ উঠেছে৷ বিশেষ করে নাইজেরিয়ান তিন যুবকের এপাড়ে আসার পেছনে কি কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ৷ ধৃত তিন নাইজেরিয়ান হল সেন্ডী নওয়াকও লুচো (২৬), একেনি ফ্লাঙ্ক (২৫) এবং ওকয় বাসিল (২৬)৷ বাংলাদেশীদের সাথে তাদের কিভাবে যোগযোগ হয়েছে তাও খতিয়ে দেখছে পুলিশ৷
2016-12-15