আরবিআই গভর্নরের কাছে নোট বাতিলের দুর্ভোগের পরিসংখ্যান পেশ মুুখ্যমন্ত্রীর

rbi কলকাতা, ১৫ ডিসেম্বর (হি.স.) : নোট বাতিলের ধাক্কায় টলমল রাজ্যের অর্থনীতি| বৃহস্পতিবার নবান্নে আরবিআই-এর গভর্নর উর্জিত পটেলকে সেকথাই বোঝালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| তাঁর অভিযোগ, আয় কমেছে রাজ্যের| রাজ্যে একশো ও পাঁচশো টাকার জোগান বাড়ানোর আর্জিও জানিয়েছেন তিনি| তিন মাস আগে স্থির হলেও, বৈঠকে আলোচনার একমাত্র বিষয় ছিল নোট বাতিল| মুখ্যমন্ত্রীর দাবি, নোট দুর্ভোগ নিয়ে নীরব প্রধানমন্ত্রী, সংসদ| তাই নিজেই তুলে ধরেছেন দেশের মানুষের মনের কথা|
গর্ভনরকে দেওয়া তিন পাতার পরিসংখ্যানে দফতর ধরে ধরে ক্ষতির হিসেব তুলে দেওয়া হয়েছে | নোট বাতিলে সবথেকে ক্ষতিগ্রস্থ হয়েছে কৃষি| খারিফ শস্য, আলুবীজ, রবিশস্য নগদের আকালে বিক্রি না হওয়ায় পচে গিয়েছে | চাষীদের বিনিয়োগ করা সব অর্থ জলে গিয়েছে | অনাহারে দিন গুনছেন চাষীরা | পর‌্যাপ্ত ব্যাঙ্কিং পরিষেবা না থাকায় প্রবল সমস্যায় পড়েছেন গ্রামের বাসিন্দারা | নোট বাতিলে ক্ষতিগ্রস্ত এমএসএমই সেক্টরও | নগদের অভাবে ক্ষতির মুখে পড়েছে চর্ম, কাপড়, হ্যান্ডলুম, গয়না শিল্প |
চা বাগানগুলিতে নোটের জোগান নেই রোজের বেতন না পেয়ে সমস্যায় চা শ্রমিকরা | কাজ হারিয়েছেন ২ লক্ষের বেশি শ্রমিক | রাজ্যের ৩৭৪৬৮-র মধ্যে মাত্র ৩৫৭০টি গ্রামে রয়েছে ব্যাঙ্ক | ৩৩৫৪ গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৭১৭ টি গ্রাম পঞ্চায়েতে কোনও ব্যাঙ্কই নেই| ব্যাঙ্কিং পরিষেবার দুরবস্থার সঙ্গে সঙ্গে রাজ্যের দুর্ভোগের চেহারাটাও আরবিআই-য়ের উর্জিত পটেলের সামনে তুলে ধরেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *