পুরোপুরি অচল হয়ে যাচ্ছে পুরনো ৫০০ টাকার নোট, জমা দেওয়া যাবে ব্যাঙ্কে

indianrupeeনয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি.স.): পুরোপুরি বাতিল হয়ে যাচ্ছে পুরনো ৫০০ টাকার নোট| তাও আবার বৃহস্পতিবার মধ্যরাত থেকেই| ৫০০ টাকার নোট চালানোর জন্য কেন্দ্রের ডেডলাইন ছিল ১৫ ডিসেম্বর| অর্থাত্ বৃহস্পতিবার মধ্যরাত থেকে হাসপাতাল, ওষুধের দোকান, রান্নার গ্যাস কেনা সহ বিভিন্ন জরুরি পরিষেবার ক্ষেত্রেও পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে পুরনো ৫০০ টাকার নোট|
কেন্দ্রীয় অর্থমন্ত্রকের সচিব শক্তিকান্ত দাস বলেছেন, ‘১৫ ডিসেম্বর মধ্যরাত থেকেই একেবারে বাতিল হয়ে যাচ্ছে পুরনো ৫০০ টাকার নোট| তবে, পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট জমা দেওয়া যাবে ব্যাঙ্কে|’ উল্লেখ্য, চলতি মাসের ২ তারিখ থেকে পেট্রোল পাম্পে পুরনো ৫০০ টাকার নোট বন্ধ করে দিয়েছে কেন্দ্র|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *