জঙ্গি হামলায় রক্তাক্ত মণিপুর, নিহত দুই পুলিশ কর্মী

terrorismইম্ফল, ১৫ ডিসেম্বর (হি.স.): জঙ্গি হামলায় রক্তাক্ত হল উত্তর-পূর্বের রাজ্য মণিপুর| বৃহস্পতিবার ভোরে মণিপুরের চান্ডেল জেলার লোকচাও গ্রামে পুলিশের গাড়িতে জঙ্গি হামলায় দুই পুলিশ কর্মীর মৃতু্য হয়েছে| গুরুতর আহত হয়েছেন আরও চার জন পুলিশ কর্মী| তাঁদের নিকবটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে| এনএসসিআই জঙ্গিরা এই হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে|
পুলিশ জানিয়েছে, তেন্নোউপাল জেলায় একটি সড়ক উদ্বোধনের কথা ছিল মুখ্যমন্ত্রী ও ইবোবির| মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানের জন্য ভারত-মায়ানমার সীমান্ত লাগোয়া মোরে জেলা থেকে তেন্নোউপাল জেলায় যাচ্ছিলেন পুলিশ কর্মীরা| তখনই জঙ্গিরা হামলা চালিয়েছে পুলিশের গাড়িতে| মৃত দুই পুলিশ কর্মীর নাম হল, মহম্মদ আয়ুব খান এবং অপরজন হি নাগারেই মারিঙ|
চান্ডেল জেলায় এদিন দু’টি পৃথক জঙ্গি হামলার ঘটনা ঘটেছে| দ্বিতীয় জঙ্গি হামলার ঘটনা ঘটেছে চান্ডেল জেলার বংইয়াং এলাকায়| এই হামলার ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক পুলিশ কর্মী| তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে|

মণিপুরে জঙ্গি-হামলায় শহিদ পাঁচ জওয়ান, জখম আরও পাঁচজন
ইমফল, ১৫ ডিসেম্বর, (হি.স.) : মণিপুরের চান্দেল জেলার পৃথক পৃথক এলাকায় টহলদারী নিরাপত্তাবাহিনীর ওপর জঙ্গি হামলার ঘটনায় ছয় জওয়ান নিহত ও চারজন গুরুতর জখম হওয়ার খবর পাওয়া গেছে। দুটি ঘটনাই আজ বৃহস্পতিবার সকালের। প্রথম ঘটনা মোরে শহর থেকে প্রায় ২১ কিলোমিটার দূরে লাকচাও গ্রামে সকাল প্রায় ৬.৩০ এবং দ্বিতীয় ঘটনা একই অঞ্চলের বঙ্গ্যায়াঙে সকাল প্রায় ৮.৩০ মিনিটে ঘটেছে বলে খবরে প্রকাশ।
ঘায়েলদের সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তিনজন মৃত্যুবরণ করেন। নিহতরা মণিপুর পুলিশের হেড কনস্টেবল জামখলুন বাইতে, আইআরবিএন-এর হেড কনস্টেবল ঙারেই মারিং, খুমবির শরৎ কুমার, জাইরিপকের রিয়াশ। এর মধ্যে মণিপুর পুলিশের হেড কনস্টেবল মহম্মদ আয়ুব খান ও ঙারেই মারিঙের অবস্থা সংকটজনক। তাঁদেরই একজন মারা গেছেন বলে হাসপাতাল সূত্রের খবরের ভিত্তিতে জানিয়েছে পুলিশ। অতিরিক্ত রক্তক্ষরণের ফলেই তাঁদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের জনৈক আধিকারিক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
চান্দেল জেলা পুলিশ সূত্রের খবরে জানা গেছে, আজ সকালে নাগা জনগোষ্ঠী অধ্যুষিত তেঙলোপালকে নতুন জেলা হিসেবে উদ্বোধন করতে ওই রাস্তা দিয়ে তেঙনোপালে যাওয়ার কথা ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী ওখরাম ইবোবি সিঙের। মুখ্যমন্ত্রীর সুরক্ষার খাতিরে জঙ্গলাবৃত গ্রামের রাস্তায় টহল দিচ্ছিল আইআরবিএন ও রাজ্য পুলিশের সশস্ত্রবাহিনী। ইত্যবসরে আচমকাই ইমফল-মোরে সড়কের ওপর লাকচাও গ্রামের পাহাড়ি জঙ্গল থেকে নিরাপত্তাবাহিনীর ওপর গুলিবর্ষণ শুরু করে সন্দেহভাজন এনএসসিএন (আইএম) জঙ্গিরা। সেখানেই গুলিবিদ্ধ এক জওয়ানের মৃত্যু হওয়ার পাশাপাশি আরও কয়েকজন ঘায়েল হয়েছেন।
এরপর প্রায় সাড়ে আটটা নাগাদ ওই এলাকারই বঙ্গ্যায়াঙেও অনুরূপভাবে নিরাপত্তাবাহিনীর ওপর হামলা করেছে জঙ্গিরা। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন জীবন সিং নামের এক হাবিলদার। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে গুলিবিদ্ধ অন্যান্যদের। গোটা এলাকাকে ঘিরে জঙ্গিদের ধরতে সেনা ও আধা-সেনাবাহিনীর জওয়ানরা চিরুনি অভিযান চালিয়েছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, এর আগে গত ২৪ অক্টোবর বরাত জোড়ে নাশকতার হাত থেকে রক্ষা পেয়েছিলেন মণিপুরের মুখ্যমন্ত্রী ওখরাম ইবোবি সিংহ। এদিন সকালে রাজ্যের উখরুল জেলা সদরে নবনির্মিত একটি ভবনের দ্বারোদঘাটন করতে গেলে আচমকা তাঁর হেলিকপ্টারের ওপর ঝাঁকে ঝাঁকে গুলি বর্ষণ করে জঙ্গিরা। ওই গুলি-হামলা থেকে মুখ্যমন্ত্রী, উপ-মুখ্যমন্ত্রী গাইখাংগাম ও তাঁর সঙ্গীরা রক্ষা পেলেও গুরুতরভাবে জখম হয়েছিলেন মণিপুর রাইফেলস-এর দুই জওয়ান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *