নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ফের সুর চড়ালেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী| এবার রাহুলের অভিযোগ, সংসদে তাঁকে নাকি মুখ খুলতেই দেওয়া হচ্ছে না| সংসদে বিরোধী দলগুলির যৌথ সাংবাদিক সম্মেলনে ক্ষোভের সুরে রাহুল বলেছেন, ‘সংসদের ইতিহাসে এমন ঘটনা আগে কখনই হয়নি| প্রতিবারই বিরোধিরা আলোচনা তোলে, সরকার পক্ষ উত্তর দেয়| এবার সেই বিষয়টা উল্টো, সরকারই আলোচনায় বসতে রাজি নয়| একমাস ধরে সংসদে আলোচনা চেয়েছি| অথচ সরকার আলোচনা থেকে পালাতে চাইছে| প্রধানমন্ত্রী বোধহয় আমাকে ভয় পাচ্ছেন| আমাকে সংসদে মুখ খুলতে দেওয়া হচ্ছে না| আমাকে বলতে দিলে তাঁর বেলুন ফুটো হয়ে যাবে|’ কার্যত দাবি করে রাহুল বলেছেন, ‘নোট বাতিল করে জনবিরোধী সিদ্ধান্ত নিয়েছেন মোদী| তিনি সাংসদদের এড়িয়ে যেতে পারেন না| জবাব তাঁকে দিতেই হবে|’
এরপরই প্রধানমন্ত্রীর দুর্নীতি ফাঁসের হুমকি দিয়ে রাহুল বলেছেন, ‘প্রধানমন্ত্রীর ব্যক্তিগত দুর্নীতির প্রমাণ আছে আমার কাছে| সংসদে তা বলতে চাই, সেই কারণে আমাকে বাধা দেওয়া হচ্ছে|’ রাহুলের সুরে সুর মিলিয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘মোদী গোটা পৃথিবী ঘুরে বেড়াচ্ছেন, পপ উত্সবের উদ্বোধন করছেন| শুধু সংসদেই আসতে অসুবিধা তাঁর| আসলে সরকার বিরোধিদের কোনও প্রশ্নের উত্তর দিতেই এখনও প্রস্তুত নয়| আমরা কালকেও আলোচনায় রাজি| যদি মোদী এসে সরকারের সঙ্গে আলোচনায় বসেন, তাহলেই স্বাভাবিক অবস্থা ফিরে আসবে সংসদে|
2016-12-14