জাতীয় দলের নির্বাচক নিযুক্ত হলেন প্রাক্তন ক্যারিবীয় ক্রিকেটার ট্রাভিস ডাওলিন

travis-dowlin-500ক্যারিবীয়ান, ১৪ ডিসেম্বর (হি.স.) :ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লুআইসিবি) নির্বাচক প্যানেলে যুক্ত হলেন প্রাক্তন ক্যারিবীয় ক্রিকেটার ট্রাভিস ডাওলিন| আগামী বছরের ১ জানুয়ারি থেকে তিনি অফিসিয়ালি কাজ শুরু করবেন| কোর্টনি ব্রাউনি, এলডাইন বাপতিস্তে ও লোকহার্ট সেবাস্তিনের সঙ্গে যোগ দিয়ে সিলেকশন প্যানেল পূর্ণ করেছেন ৩৯ বছর বয়সী ডাওলিন|
ডাওলিনের আন্তর্জাতিক ক্যারিয়ারের ব্যাপ্তি মাত্র এক বছরের| এ সময়ে ৬টি টেস্ট, ১১টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলেছেন| ২০১১ সালে অবসরের পর ক্রিকেট বিশ্লেষক ভূমিকায় দেখা যায় তাকে| সবশেষ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ এবং বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজে রেডিও ধারাভাষ্য প্যানেলের সদস্য হিসেবে কাজ করেন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *