ছাত্রছাত্রীদের বৃত্তি ও পোশাক অনুদান অনলাইনে

onlineনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর৷৷ ছাত্রছাত্রীদের বৃত্তি এবং পোশাক অনুদান আগামী শিক্ষাবর্ষ থেকে কেবল মাত্র অনলাইনেই প্রদান করা হবে৷ গত শিক্ষাবর্ষ থেকেই এই পদ্ধতি শুরু হয়েছে৷ তবে, আগামী শিক্ষাবর্ষ থেকে অনলাইনে প্রদান বাধ্যতালূক করা হয়েছে৷
বিদ্যালয় শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, পোশাক অনুদান এবং ছাত্রছাত্রীদের বৃত্তি অনলাইনেই করা হবে বলে বিজ্ঞপ্তি জারি হয়েছে৷ ফলে, এখন সমস্ত ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক একাউন্ট থাকতেই হবে৷ গত শিক্ষাবর্ষ থেকেই এই পদ্ধতি শুরু হয়েছিল৷ কিন্তু সকল ছাত্রছাত্রীদের একাউন্ট থাকতে হবে বিষয়টি বাধ্যতামূলক ছিল না৷ একাংশ ছাত্রছাত্রীদের অনলাইনে দেওয়া হয়েছে৷ আর যাদের একাউন্ট নেই, তাদের নগদে পোষাক অনুদান এবং বৃত্তি দেওয়া হয়েছে৷ ইতিমধ্যে বিষয়টি ছাত্রছাত্রী ও অভিভাবকদের জানানোর জন্য বিদ্যালয়গুলিকে বলা হয়েছে৷
সম্প্রতি অর্থ দপ্তরের প্রধান সচিব এম নাগারাজু জানিয়েছিলেন, পয়লা জানুয়ারী থেকে সরকারী সমস্ত অফিসে অনলাইনে লেনদেন হবে৷ এরই অঙ্গ হিসেবে বিদ্যালয় শিক্ষা দপ্তরও অনলাইনেই বৃত্তি ও পোশাক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেয় বলে সূত্রের খবর৷ এদিকে, অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠ্যপুস্তক এসে গেছে৷ বিদ্যালয় দপ্তর সূত্রে জানা গেছে, রেজাল্ট ঘোষণার সাথে সাথেই পাঠ্যপুস্তক বিতরণ করা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *