আৱুজা, ১১ ডিসেম্বর (হি.স.) : দক্ষিণ নাইজেরিয়ার এক গির্জার ছাদ ভেঙে কমপক্ষে ৬০জনের মৄতু্যর খৱর পাওয়া গিয়েছে| গির্জায় প্রার্থনার জন্য অনেকেই উপস্থিত ছিলেন| এক প্রত্যক্ষদর্শীর ৱয়ান থেকে জানা গিয়েছে, আকৱা ইৱোমের উয়োতে রেনর্স ৱাইৱেল চার্চ ইন্টারন্যাশনাল গির্জার নির্মাণকাজ চলছিল| এই গির্জার সংস্থাপক আকান উইকস্ কে ৱিশপের উপাধি দেওয়ার জন্য শনিৱার এক অনুষ্ঠান হওয়ার জন্যই তাড়াতাড়ি এই নির্মাণকাজ তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করেন নির্মানকর্মীরা|এই গির্জার মধ্যে গভর্ণর উদম ইমানু্যয়েলসহ ৱহু ৱিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন| সেইসময় ধাতুর তৈরি গার্ডার ভেঙে পড়ে যায়| সঙ্গে সঙ্গেই হুড়মুড়িয়ে ছাদ ভেঙে পড়ে| তৱে গভর্ণর এৱং গির্জার প্রতিষ্ঠাতা দুজনেই অল্পের জন্য রক্ষা পেয়ে যান| তঁাদের নিরাপদে সরিয়ে আনা হয়| ইতিমধ্যেই ৬০জনের দেহ সেই স্তূপ থেকে উদ্ধার করা হয়েছে| তৱে মৃতের সংখ্যা আরও ৱাড়তে পারে ৱলে আশঙ্কা করা হচ্ছে|g