সলোমন দ্বীপপুঞ্জে ফের ভূকম্পন, কম্পাঙ্ক ৭.০

earth-quakeহুনিয়রা, ১০ ডিসেম্বর (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে ফের কেঁপে উঠল সলোমন দ্বীপপুঞ্জ| রিখটার স্কেলে এবার কম্পনের তীব্রতার ছিল ৭.০| ভূকম্পনের জেরে এখনও পর‌্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| সুনামি সতর্কতা জারি করেছে প্রশান্ত মহাসাগরীয় সুুনামি সতর্কতা কেন্দ্র| জিওসায়েন্স অস্ট্রেলিয়া বিবৃতিতে জানিয়েছে, শনিবার ৭.০ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় সলোমন দ্বীপপুঞ্জের পেকা দ্বীপ থেকে ১০০ কিলোমিটার পশ্চিমে| ভূমি থেকে ৮৮ কিলোমিটার গভীরে| মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) অবশ্য জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৯|
আগ্নেয়াগিরির অগ্নুত্পাতের ফরে টেকটোনিক প্লেটের নড়াচড়ায় সলোমন দ্বীপপুঞ্জে প্রায়ই ভূমিকম্প হয়| শুক্রবারই ৭.৭ তীব্রতা ভূমিকম্প অনুভূত হয়েছিল সলোমন দ্বীপপুঞ্জে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *