নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ডিসেম্বর৷৷ মনোরঞ্জন আচার্য, জয়কিশোর জমাতিয়ার মতো আরও এক বাম নেতার বিরুদ্ধে

যৌন নির্যাতনের অভিযোগ উঠল৷ শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আগরতলা পুর নিগমের বাম কাউন্সিলারকে৷ পাঁচ বছরের শিশুকন্যার শ্লীলতাহানির অভিযোগে পূর্ব আগরতলা মহিলা থানার পুলিশ অভিযুক্ত কাউন্সিলার খোকন বৈষ্ণবকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজধানী আগরতলায়৷ অভিযুক্ত জামিনে ছাড়া পেয়ে যাওয়ায় উত্তেজনার সৃষ্টি হয়েছে৷
ঘটনার বিবরণে জানা যায়, আগরতলা পুর নিগমের দশ নম্বর ওয়ার্ডের ইন্দ্রনগর কবরখলা এলাকার সারদা শিশু তীর্থ নামে একটি প্রাইমারি সুকলের পাঁচ বছরের শিশুকন্যাকে সুকল ছুটির পর অভিযুক্ত কাউন্সিলার খোকন বৈষ্ণব (যিনি সেই সুকলেরই শিক্ষক) সুকলেরই একটি খালি কক্ষে নিয়ে যান৷
অভিযোগ তারপর সেখানে শিশু কন্যাটির শ্লীলতাহানি করে সে৷ শিশুকন্যাটি সুকল ছুটির পর তার বানিতে গিয়ে মাকে সব খুলে বলে৷ তারপর সেই শিশুকন্যাটির পরিবারের পক্ষ থেকে পূর্ব আগরতলা মহিলা থানায় দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার খোকন বৈষ্ণবের বিরুদ্ধে অভিযোগ করেন৷ তারপর পুলিশ সেই কাউন্সিলারের বিরুদ্ধে পক্সো আইনে মামলা গ্রহণ করে৷
এরই মধ্যে এই ঘটনার নিন্দা করে অভিযুক্ত কাউন্সিলারের উপযুক্ত শাস্তির দাবীতে পূর্ব আগরতলা মহিলা থানায় বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি ও তৃণমূল কংগ্রেস৷ সেই সময় পুলিশের সাথে বিজেপি, তৃণমূল কংগ্রেস কর্মীদের হাল্কা ধস্তাধস্তিও হয়৷ অন্যদিকে অভিযুক্ত কাউন্সিলারকে বাঁচাতে মাঠে নেমে পড়েছে শাসক দলের অনেক নেতারা৷ অবশেষে পুলিশ অভিযুক্ত কাউন্সিলারকে আদালতে পেশ করে৷ কিন্তু, আশ্চর্যজনক ভাবে অভিযুক্ত জামিনে ছাড়া পেয়ে যাওয়ায় ইন্দ্রনগর এলাকায় তীব্র উত্তেজনার বিরাজ করছে৷
এদিকে, স্থানীয় জনগণ এই বাম কাউন্সিলারের এহেন কীর্তিতে রীতিমতো ক্ষুব্ধ৷ যেকোন সময় অনভিপ্রেত ঘটনা ঘটার আশঙ্কায় অস্থায়ী পুলিশ পিকেট বসানো হয়েছে ইন্দ্রনগর এলাকায়৷ ঘটনাস্থলে পৌঁছেন এনসিসি থানা ও জিবি ফাঁড়ির পুলিশও৷ সংশ্লিষ্ট এলাকায় নিয়মিত টহল দিয়ে চলেছেন পুলিশের পদস্থ আধিকারীকরা৷ অভিযুক্তের বাড়িতে হামলা চালাতে পারে বলে রটে গিয়েছে এলাকায়৷ তাই পুলিশ বাড়িতি নিরাপত্তা ব্যবস্থা করেছে৷ প্রসঙ্গত, ২০১৫ সালের ১২ ডিসেম্বর আগরতলা পুর নিগমের দশ নম্বর ওয়ার্ড থেকে বামফ্রন্ট্রের অন্যতম শরিক দল আরএসপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচনে জয়ী হয়েছিলেন অভিযুক্ত খোকন বৈষ্ণব৷