লোয়ারপোয়ায় বাস দূর্ঘটনায় গুরুতর জখম ৩৪ জন যাত্রী

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৯ ডিসেম্বর৷৷ পুনরায় আসাম-আগরতলা জাতীয় সড়কে ভয়াবহ দূর্ঘটনা৷ অসম ও ত্রিপুরা

শুক্রবার লোয়ারপোয়ায় দূর্ঘটনাগ্রস্ত যাত্রীবাহী বাস৷ ছবি নিজস্ব৷
শুক্রবার লোয়ারপোয়ায় দূর্ঘটনাগ্রস্ত যাত্রীবাহী বাস৷ ছবি নিজস্ব৷

সীমান্তে লোয়ারপোয়ায় কুড়িনম্বর এলাকায় আট নং জাতীয় সড়কে দূর্ঘটনায় পড়ে যাত্রীবাহী বাস৷ বাসটি শেরওয়ালী ট্রেভেলসের বলে জানা গিয়েছে৷ বাসের প্রত্যেক যাত্রীই জখম হয়েছেন বলে খবর৷ বাসটির নম্বর টিআর-০২-১৪০৫৷ দূর্ঘটনায় নিহতের কোন খবর নেই৷
সংবাদে প্রকাশ বাসটি চুড়াইবাড়ি পৌঁছার প্রায় এক কিলোমিটার আগে দূর্ঘটনায় পড়ে৷ জাতীয় সড়কের ঐ এলাকায় একটি বড় গর্তে বাসের চাকা আটকে যায়৷ তাতে বাসটি কাঁত হয়ে যায়৷ বাসে ৩৪ জন যাত্রী ছিলেন৷ সকলেই প্রাণে বেঁচে গিয়েছেন৷ দূর্ঘটনার খবর পেয়ে নিকটবর্তী ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে যায়৷ তবে তার আগেই স্থানীয় জনগণ আহতদের উদ্ধার করে অন্য গাড়িতে করে মাকুন্দা হাসপাতালে নিয়ে যায়৷ বর্তমানে সব যাত্রীই ঐ হাসপাতালে চিকিৎসাধীন৷ দূর্ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোর সাড়ে চারটা নাাদ৷
এদিকে, বাসের চালক ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জাতীয় সড়কের উপর বিশালাকার গর্ত হয়ে রয়েছে৷ তাই কুয়াশার মধ্যে চালক ঐ গর্ত দেখতে পায়নি৷ তাতেই বিপত্তি৷ গর্তের মধ্যে চাকা আটকে যায় এবং বাসটি উল্টে যায়৷ প্রসঙ্গত, চুড়াইবাড়ি থেকে লোয়ারপোয়া পর্যন্ত জাতীয় সড়ক সংস্কারের দায়িত্বে রয়েছে নির্মাণ সংস্থা এবিসি৷ আর সেই নির্মাণ সংস্থাগুলি জাতীয় সড়কের উপর সেতু তৈরী করার সময় মধ্যের অংশ সংস্কার না করে বিশাল বিশাল গর্ত হয়ে রয়েছে৷ এই সংস্থার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন ঐ সড়কে চলাচলকারী দূরপাল্লার গাড়িগুলির চালকরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *