বন্য হাতীর তান্ডব আসাম ও ত্রিপুরা সীমান্তের গ্রামে, ফসলের ব্যাপক ক্ষতি, মাথায় হাত চাষীদের

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৯ ডিসেম্বর৷৷ ঐরাবতের তান্ডবে অতিষ্ট জনগণ৷ বন্য হাতির পাল ফসলের ব্যাপক ক্ষতি করে

পাহাড় থেকে হাতীর দল নেমে ফসলের ব্যাপক ক্ষতি করেছে৷ নিজস্ব ছবি৷
পাহাড় থেকে হাতীর দল নেমে ফসলের ব্যাপক ক্ষতি করেছে৷ নিজস্ব ছবি৷

চলেছে৷ দিশাহারা অবস্থায় চাষীরা৷ ঘটনা আসাম ও ত্রিপুরা সীমান্তে৷ ত্রিপুরার চল্লিশদোন, তারকপুর, কুর্তী এবং আসামের কাঁঠালতলী, কুকিতল, বাসন্তিনগর, কাছাড়ীগাঁও সহ আরও বেশ কয়েকটি গ্রামের মানুষ হাতির তান্ডবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত৷
সংবাদে প্রকাশ ঐসব গ্রামে বন্য হাতির দল প্রায়ই নেমে আসে৷ শুক্রবার ভোরে আট-দশটি হাতী তান্ডব চালিয়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে৷ সন্ধ্যা হতেই ঘন কোয়াশার মধ্যে আসাম ত্রিপুরার বিকল্প জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়৷ জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকতেও দেখা যায় হাতীর দলকে৷ প্রতিবছর এভাবেই কৃষির ব্যাপক ক্ষতি করে চলেছে ঐরাবতের দল৷ আট-দশটি হাতী আসামের কুকিতল এলাকায় পাহা থেকে নেমে আসে সমতলের গ্রামগুলিতে৷ এসে ব্যাপক তান্ডব চালায়৷ কখনো বাড়ি ঘরে ঢুকে যায়, আবার কখনো ধানক্ষেতে হানা দেয় ও ফসলের ব্যাপক ক্ষতি করে৷ সেই সঙ্গে রবী ফসলও তছনছ করে দেয়৷ এই ব্যাপারে উভয় রাজ্যের বন বিভাগকে অবহিত করেছেন ক্ষতিগ্রস্ত চাষীরা৷ কিন্তু, কোন রাজ্যের প্রশাসনই কোন ব্যবস্থা গ্রহণ করছে না৷ তাতে চাষীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে৷ এলাকাবাসীর বক্তব্য কয়েক বছর যাবৎ আট-দশটি হাতী খাদ্যের জন্য সমতলে নেমে আসে৷ পাহাড়ে খাদ্যের তীব্র সংকট দেখা দিলেই হাতীর দল নেমে আসে৷ ফসল তছনছ করে দিচ্ছে৷ চরম ক্ষতির মুখ দেখছেন তারা৷ হাড়াভাঙ্গা পরিশ্রম করে তারা ফসল ফলাচ্ছেন৷ এরপর হাতীর দল তা তছনছ করে দিচ্ছে৷ এখন তারা পরিবার প্রতিপালন কিভাবে এনিয়ে দুঃশ্চিন্তায় রয়েছেন৷ অবিলম্বে বন দপ্তর যাতে এই ব্যাপারে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করে তার জন্য দাবী জানিয়েছেন ক্ষতিগ্রস্ত চাষীরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *