কুয়াশায় বিপর‌্যস্ত দিল্লি, উত্তর ভারত জুড়ে জাঁকিয়ে শীত

fogনয়াদিল্লি, ১০ ডিসেম্বর (হি.স.): রাজধানীতে কুয়াশার দাপট অব্যাহত| রাত থেকে ঘন কুয়াশার জেরে বিপর‌্যস্ত হয়েছে সড়ক, রেল ও বিমান পরিষেবা| যার নির‌্যাস, ভোগান্তি শিকার হচ্ছেন সাধারণ মানুষ| ইতিমধ্যে বাতিল করা হয়েছে সাতটি ট্রেন| সময়সূচি বদল করতে হয়েছে ১৮টি ট্রেনের| দিল্লিগামী বহু ট্রেন দেরিতে চলছে| বেশ কয়েকটি আন্তর্জাতিক ও অন্তর্দেশীয় বিমান চলাচলেও সমস্যা হয়েছে|
উত্তর ভারত জুুড়ে ধীরে ধীরে জাঁকিয়ে বসছে শীত| রাজধানী দিল্লিতে তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রিতে, লখনউতে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৯ ডিগ্রিতে| আর শ্রীনগরের তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে গিয়ে দাঁড়িয়েছে, ৫ ডিগ্রি সেলসিয়াসয় নয়াদিল্লির মৌসম ভবন জানিয়েছে, আগামী কয়েকদিন উত্তর ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রা আরও নামতে পারে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *