নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ডিসেম্বর৷৷ ধলাই জেলার গন্ডাছড়ার ৬০ কার্ড এলাকায় একটি ইট ভাট্টায় ইটের চাপা পড়ে সাতজন শিশু সহ আটজন আহত হয়েছেন৷ আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা সংকটজনক৷ তাদেরকে গন্ডাছড়া হাসপাতাল থেকে জিবি হ াসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ গুরুতর আহত ঐ পাঁচজন হল পূজা কুমারী (৩), রাখি কুমারী(২০) কাজল (৫), সচিন(৮) এবং জেসিবি চালক সুমন দেব৷ আপর আহত তিনজন হল রানি (৩), আরুতি (৪) ও সুনু কুমার(৪)৷ তারা গন্ডাছড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন৷ সংবাদ সূত্রে জানা যায়, গন্ডাছড়া ৬০ কার্ড এলাকার জিবিআই ইট ভাট্টায় দুপুর নাগাদ শিশুরা খেলা করছিল৷ তখনই ইটের স্তূপ তাদের উপর ধবসে পড়ে৷ সেখানে জেসিবির চালকও ছিল৷ অন্যান্য শ্রমিকরা ঘটনা প্রত্যক্ষ করে ছুটে আসে৷ আহতদের উদ্ধার করে প্রথমে গন্ডাছড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে পাঁচজনকে জিবিতে স্থানান্তর করা হয়৷ পুলিশ এই ব্যাপারে একটি মামলা নিয়েছে৷ এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে৷
2016-12-10