কলকাতা, ৯ ডিসেম্বর(হি.স.)৷৷ কলকাতা ও আগরতলায় বিশেষ ভাবে পালিত হবে বাংলাদেশের বিজয় দিবস৷ বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষ্যে আগামী ১৬ ডিসেম্বর একগুচ্ছ কর্মসূচী নিল রাজধানী আগরতলা বাংলাদেশ উপ হাইকমিশন৷ আগরতলা বাংলাদেশের উপ হাইকমিশনার মহম্মদ সেখাওয়াত জানান, ওই দিন সকালে অ্যাসিস্টেন্ট হাই কমিশন অফিস প্রাঙ্গনে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হবে৷ এরপর অনুষ্ঠিত হবে বাণী পাঠ৷ তারপর আলোচনাচক্র৷ এই আলোচনাচক্রে উপস্থিত থাকবেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর৷ বিকেলে অনুষ্ঠিত হবে সাংসৃকতিক অনুষ্ঠান৷ সাংসৃকতিক অনুষ্ঠানে ঢাকার পদাতিক নাট্য সংসদ মুক্তিযুদ্ধ বিষয়ক পুড়ামাটি নাটক মঞ্চস্থ করবে৷ পাশাপাশি চারজন শিল্পী সঙ্গীত পরিবেশন করবেন৷ আগরতলার পাশাপাশি কলকাতায়ও উদ্যাপিত হবে বাংলাদেশের বিজয় দিবস৷ কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের উদ্যোগে এবারের বিজয় দিবসে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ আগামী ১৬ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্য্যন্ত মহানগরীর নেতাজী ইনডোর স্টেডিয়ামে এই উৎসব অনুষ্ঠিত হবে৷ উৎসবে উপস্থিত থাকবেন বাংলাদেশের স্বনামধন্য শিল্পীরা৷ থাকবেন বাংলাদেশের খাবার, শিল্প সংসৃকতির নানা নিদর্শনও৷ গত বছরের মতো এবারও বিশেষভাবে থাকচে ঢাকাই শাড়ি, টাঙ্গাইলের তাঁত ও রাজশাহীর সিল্ক৷
2016-12-10