BRAKING NEWS

হ্যাভলকে নিরাপদেই আছেন সমস্ত পর‌্যটকরা, আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

rajnath singনয়াদিল্লি, ৮ ডিসেম্বর (হি.স.): আন্দামানের হ্যাভলক দ্বীপে আটকে পড়া পর‌্যটকরা সুরক্ষিত আছেন, চেষ্টা চলছে তাঁদের ফিরিয়ে আনার| বৃহস্পতিবার এমনই আশ্বাস দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং| ৱুধবার পোর্টব্লেয়ার থেকে ৪০ কিলোমিটার দূরে আছড়ে পড়ে বিশাল ঝড়| এই দুর‌্যোগের মধ্যে আটকে পড়েছেন বহু পর‌্যটক| এই পরিস্থিতিতে বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, ‘হ্যাভলক দ্বীপে আটকে পড়া প্রত্যেক পর‌্যটকই নিরাপদে আছেন| তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে| তবে, আবহাওয়া প্রতিকুল হওয়ায় সমস্যা হচ্ছে|’ আটকে পড়া পর‌্যটকদের অবস্থা জানতে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের লেফটেন্যান্ট গভর্নর জগদীশ মুখীকে ফোন করে খবর নেন স্বরাষ্ট্রমন্ত্রী|
ৱুধবারই প্রচণ্ড বৃষ্টি ও ঝড়ের তাণ্ডবে বহু গাছ উপড়ে পড়ে যায়| ভেঙে পড়ে বিদু্যতের খুঁটি| ঝড়ের দাপটে উদ্ধারকারী দল আটকে পড়েছে পোর্টব্লেয়ারেই| দুর‌্যোগের মধ্যে আটকে পড়েছেন বহু পর‌্যটক|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *