নিজস্ব প্রতিনিধি, চড়িলাম/আগরতলা, ৭ ডিসেম্বর৷৷ বিশালগড়ের গজারিয়া এলাকায় ধানবোঝাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়৷ তাতে গাড়ি থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ অপর এক কিশোর গুরুতর আহত হয়েছে৷ আহতকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে তাকে জি বি হাসপাতালে রেফার করা হয়৷ মৃত কিশোরের নাম অমর সরকার৷ জানা গিয়েছে, মারুতী গাড়িতে করে তারা যাচ্ছিল৷ ঐ গাড়িতে ধান ছিল৷ দ্রুতবেগে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন৷ গাড়িটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়৷ তাতেই এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ এই বিষয়ে বিশালগড় থানায় মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ দূর্ঘটনায় কিশোরের মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকা শোকস্তব্ধ হয়ে পড়েছে৷ এদিকে, আজ টাউন প্রতাপগড়েরর রামঠাকুর রোডে একটি মারুতী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি পুকুরে পড়ে যায়৷ এর আগে একটি রিক্সাকে ধাক্কা দেয়৷ তাতে রিক্সা চালক সহ পাঁচজন আহত হন৷ গাড়ি চালকের অসাবধানতার কারণেই দূর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে৷ দূর্ঘটনার পর চালক পালিয়ে গিয়েছে৷ পুলিশ একটি মামলা নিয়েছে৷
2016-12-08