জাকার্তা, ৮ ডিসেম্বর (হি.স.): ইন্দোনেশিয়ায় তীব্র ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হল ১০২| সংখ্যাটি আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করছে প্রশাসন| ভূমিকম্পে ভেঙে পড়েছে বেশ কয়েকটি বহুতল, তাই বেশ কিছু মানুষ এখনও ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে| ইন্দোনেশিয়ার ন্যাশনাল ডিজাস্টার মিটিগেশন-এর মুখপাত্র জানিয়েছেন, এখনও পর্যন্ত ১০২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে| গুরুতর আহত অবস্থায় ১৩৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে| সামান্য আহত হয়েছেন কমপক্ষে ৬০০ জন|
ৱুধবার স্থানীয় সময় ভোর ৫.০৩ মিনিট নাগাদ ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের অ্যাকে প্রদেশ| রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৫| ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পিডি জয়ার এলাকা|