এলাহাবাদ, ৮ ডিসেম্বর (হি.স.): তিন তালাক অসাংবিধানিক, এই রীতি মুসলিম সম্প্রদায়ের নারীদের অধিকার খর্ব করে| এমনই রায় ঘোষণা করল এলাহাবাদ হাইকোর্ট| উচ্চ আদালত স্পষ্ট করে জানিয়েছে, ‘তিন তালাক প্রথা মুসলিম নারীদের অধিকার লঙ্ঘন করে| কোনও পার্সোনাল ল বোর্ড দেশের সংবিধানের উপরে হতে পারে না|’ শীর্ষ আদালতের কাছে কেন্দ্রীয় সরকার আর্জি জানিয়েছিল যাতে, তিন তালাক, নিকাহ হালাল এবং বহুবিবাহ প্রথা বন্ধে কড়া পদক্ষেপ করা হয়| না হলে করা যাবে লিঙ্গ বৈষম্য| লঙ্ঘিত হবে মর্যাদা ও সমতা|
যদিও অল ইন্ডিয়া মুসলিম পোর্সোনাল ল বোর্ড (এআইএমপিএলবি) কেন্দ্রের অবস্থানে আপত্তি জানিয়েছে| তিন তালাক প্রথার বিরুদ্ধে দায়ের করা পিটিশনেরও বিরোধিতা করেছে|