মুম্বই, ৭ ডিসেম্বর (হি.স.): পূর্ব বান্দ্রার শহরতলি বেহরাম নগরে বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড| ৱুধবার ভোরে বেহরাম নগরে অবস্থিত বস্তিতে ভয়াবহ আগুন লাগে| অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পেঁৗছয় দমকলের ১০টি ইঞ্জিন| দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে| এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই| আগুন লাগার কারণ এখনও জানা যায়নি|
দমকল আধিকারিক জানিয়েছেন, ভোর ৪টে নাগাদ আগুন লাগার খবর আসে| সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পেঁৗছয় দমকলের ১০টি ইঞ্জিন| দীর্ঘক্ষণ চেষ্টার পর সকাল ৮টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে| এই ঘটনায় কেউ হতাহত না হলেও, ৩-৫টি ঝুপড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে| আগুন কি ভাবে লাগল তা খতিয়ে দেখা হচ্ছে|
2016-12-07