নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ডিসেম্বর৷৷ মূল্যবোধই হল প্রকৃত কমিউনিস্টের ধর্ম৷ মানবিক মূল্যবোধ ছাড়া কখনো

কমিউনিস্ট হওয়া যায় না৷ সেক্ষেত্রে কিউবার প্রাক্তন রাষ্ট্রপতি ফিদেল কাস্ত্রো ছিলেন অন্যতম কমিউনিস্ট৷ রবিবার কিউবার প্রাক্তন রাষ্ট্রপ্রধান প্রয়াত ফিদেল কাস্ত্রোর স্মরণে আয়োজিত স্মরণ সভায় সিপিএম পলিটব্যুরো সদস্য তথা মুখ্যমন্ত্রী মানিক সরকার এভাবেই দলীয় কর্মী-সমর্থকদের মানবিক মূল্যবোধের পাঠ দিয়েছেন৷
এদিন কিউবার প্রাক্তন রাষ্ট্রপ্রধান প্রয়াত ফিদেল কাস্ত্রোর স্মরণে আয়োজিত স্মরণ সভা উপলক্ষ্যে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক হলসভার আয়োজন করে সিপিআইএম৷ হল সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলেরপলিটব্যুরো সদস্য তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য তথা স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী, সিপিআইএম রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য গৌতম দাস প্রমুখ৷
স্মরণসভায় বক্তব্য রাখতে গিয়ে পলিটব্যুরো সদস্য তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রয়াত ফিদোল কাস্ত্রোকে একজন প্রকৃত কমিউনিস্ট হিসেবে আখ্যায়িত করেছেন৷ মুখ্যমন্ত্রী বলেন, তিনি ছিলেন কিউবার প্রাক্তন রাষ্ট্রপতি৷ শুধু তাই নয়, ছিলেন একজন অসাধারণ কমিউনিস্ট ব্যক্তিত্ব৷ মুখ্যমন্ত্রীর মতে, মূল্যবোধই হল প্রকৃত কমিউনিস্টের ধর্ম৷ মানবিক মূল্যবোধ ছাড়া কখনো কমিউনিস্ট হওয়া যায় না৷ সেক্ষেত্রে কিউবার প্রাক্তন রাষ্ট্রপতি ফিদেল কাস্ত্রো ছিলেন অন্যতম কমিউনিস্ট৷ মানবিক মূল্যবোধ, দেশপ্রেম, আন্তর্জাতিকতা ইত্যাদি ছিল তার জীবনে অন্যতম আদর্শ৷ তিনি বলেন, বৈপ্লবিক চিন্তাধারা হল মানুষ সম্পর্কে মানবিক হওয়া৷ মানবিক মূল্যবোধ মানুষকে বিপ্লবে সামিল করতে বাধ্য করে৷ এপ্রসঙ্গে তাঁর সাফ কথা, বিপ্লব মানে বাগিচা চাষ করা নয়৷ বিপ্লব হল, মানুষের জন্য জীবন উৎসর্গ করা৷ দেশপ্রেম জাগ্রত করাই হল প্রকৃত কমিউনিস্টের অন্যতম ধর্ম৷