নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ডিসেম্বর৷৷ অগ্রিম টাকা নিয়ে ফেরত না দেওয়ায় সেনা জওয়ানের হাতে মার খেতে হয়েছে এক যুবককে৷ এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসীর রোষের মুখে পড়ে ঐ সেনা জওয়ানও আহত হয়েছেন৷
ঘটনার বিবরণে প্রকাশ, নন্দননগরে নতুন বাড়ি বানিয়েছেন সেনা জওয়ান হাসানল হক(৪২)৷ তাঁর বাড়িতে কাজ করে এলাকারই যুবক হাবুল মিয়া৷ সেনা জওয়ানের বক্তব্য অগ্রিম ১৩০০ টাকা নিয়ে ফেরত দিচ্ছিল না হাবুল মিয়া৷ এজন্য রবিবার সকালে তার বাড়িতে গিয়ে ডেকে এনে তাঁকে বেঁধে মারধর করেন ঐ সেনা জওয়ান৷ জানা গেছে, হাবুল মিয়ার মা ছেলেকে উদ্ধারে স্থানীয় জনগণকে নিয়ে সেনা জওয়ানের বাড়িতে চড়াও হন৷ দড়ি দিয়ে বাঁধা অবস্থায় আহত ছেলেকে দেখে ক্ষুব্ধ মা ও এলাকাবাসী ঐ সেনা জওয়ানের উপর চড়াও হন৷ তাতে সেনা জওয়ান গুরুতর আহত হন৷ এই খবর জানানো হয় জিবি ফাঁড়ির পুলিশকে৷ পুলিশ এসে সেনা জওয়ান হাসানল হক এবং হাবুল মিয়াকে জিবি ফাঁড়িতে নিয়ে যায়৷ এই ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে৷
2016-12-05