নয়াদিল্লি, ৪ ডিসেম্বর (হি.স.) : কেন্দের নোট বাতিলের সিদ্ধান্ত আর্থিক ক্ষেত্রে গতি আনবে। এমনই দাবি করেন কেন্দ্রীয় অর্থপ্রতিমন্ত্রী অর্জুন মেঘাওয়াল। তাঁর দাবি এর ফলে গড় অভ্যন্তরীন উত্পাদন (জিডিপি) ১০ শতাংশে পৌঁছে যাবে। তাঁর আরও মত, পরবর্তী দুটি ত্রৈমাসিকে আর্থিক কার্যকলাপ ক্ষতিগ্রস্ত হবে বলে কিছু অর্থনীতিবিদ পূর্বাভাস দিয়েছেন। কিন্তু আমার বিশ্বাস, বড় টাকার দুটি নোট বাতিলের ফলে জিডিপি ২ শতাংশ বাড়বে। এক্ষেত্রে যুক্তি হিসেবে মেঘাওয়াল বলেছেন, এমন অনেক আর্থিক লেনদেন রয়েছে যেগুলি আর্থিক কার্যকলাপ হিসেবে ধরা হয় না। নোট বাতিলের ফলে আর্থিক কার্যকলাপের পরিধি বাড়বে এবং তা জিডিপি-তে যুক্ত হবে।
2016-12-04