রাজ্যের ২৫০ জন আইনজীবীকে অপেশাদারী ঘোষণা দিল বার কাউন্সিল

lawyerনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর৷৷ রাজ্যের ২৫০ জন আইনজীবীকে অপেশাদারী আইনজীবী হিসেবে ঘোষণা দিয়েছে ত্রিপুরা বার কাউন্সিল৷ ফলে, রাজ্যের বিভিন্ন বার এসোসিয়েশনে ভোটার তালিকা এবং সদস্যপদ তাদের বাতিল হয়ে যাবে৷ ত্রিপুরা বার কাউন্সিলের সভাপতি বরিষ্ঠ আইনজীবী পীযূষ কান্তি বিশ্বাস জানিয়েছেন, ৫ বছর ধরে ওকালতি করছেন না তাঁদের তালিকা তৈরি করা হয়েছে৷ তাঁদের অপেশাদারী আইনজীবী হিসেবে ঘোষণা দিয়েছে বার কাউন্সিল৷ তাতে মোট ২৫০ জন এই তালিকায় রয়েছেন৷ ইতিমধ্যে রাজ্যে সমস্ত বার এসোসিয়েশনকে জানানো হয়েছে অপেশাদারী আইনজীবীদের ভোটার তালিকা এবং সদস্যপদ বাতিল করার জন্য৷
সম্প্রতি সুপ্রিমকোর্ট নির্দেশ দিয়েছে অপেশাদারী আইনজীবীদের খঁুজে বের করার জন্য৷ বিভিন্ন রাজ্যে উকালতি করছেন অথচ আইনজীবী হিসেবে বৈধ কাগজপত্র নেই, তাঁদের খঁুজে বের করার জন্যই সুপ্রিমকোর্টের এই নির্দেশ৷ সে মোতাবেক বার কাউন্সিল অফ ইন্ডিয়া নিয়মানুসারে উকালতি করছেন না তাদের খঁুজে বের করার কাজ শুরু হয়৷ জানা গেছে, দেশের বিভিন্ন জায়গায় উকালতি করেননা অথচ আইনজীবী হওয়ার অপব্যবহার করে চলেছেন অনেকেই৷ তাঁদের খঁুজে বের করার প্রক্রিয়া শুরু হয় এরাজ্যেও৷
আইনজীবী পীযূষ কান্তি বিশ্বাস জানিয়েছেন, রাজ্যের সমস্ত আইনজীবীদের কাছে শিক্ষাগত যোগ্যতার বৈধ কাগজপত্র চাওয়া হয়েছিল৷ সে মোতাবেক রাজ্যের আইনজীবীরা তাঁদের সমস্ত বৈধ কাগজপত্র জমা দিয়েছেন৷ এর ভিত্তিতে বার কাউন্সিলের তরফে গঠিত দুটি সাব কমিটি সমস্ত কাগজপত্র যাচাই করে৷ গত ৩০ সেপ্ঢেম্বর বার কাউন্সিল অফ ইন্ডিয়ার কাছে তালিকা তৈরি করে পাঠানো হয়েছিল৷ এরই ভিত্তিতে ২৫০ জনকে অপেশাদারী আইনজীবী হিসেবে ঘোষণা করা হয়েছে৷ শ্রীবিশ্বাস এদিন জানান, রাজ্যের আইনজীবীদের মধ্যে ৯০০ জন পাঁচবছর ধরে কোন না কোন মামলায় উকালতি করেছেন এমন তথ্য জমা দিয়েছেন৷ কিন্তু ২৫০ জন আইনজীবী এমন কোন তথ্য জমা দিতে পারেননি৷ তাই তাঁদের অপেশাদারী আইনজীবী হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে৷ তবে, তাঁদের সনদ বাতিল হয়নি৷ তিনি জানান, আগামীদিনে আদালতে উকালতি করেছেন এমন তথ্য জমা দিলে তাঁদের পুনরায় পেশাদারী আইনজীবী হিসেবে ঘোষণা দেওয়া হবে৷
জানা গেছে, অপেশাদারী আইনজীবীর তালিকায় রাজ্যের বহু হেভিওয়েট ব্যক্তিরা রয়েছেন৷ এখন থেকে তাঁরা আদালতে কোন নির্বাচনে অংশ নিতে পারবেন না৷ এমনকি আইনজীবী হিসেবে সুযোগ সুবিধাও পাবেন না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *