চণ্ডীগড়, ২৮ নভেম্বর (হি.স.): মর্মান্তিক ঘটনা ঘটে গেল পঞ্জাবে| পুলিশের গুলিতে মৃতু্য হল এক তরুণীর| মৃত তরুণীর নাম নেহা শর্মা (২৪)| পুলিশ জানিয়েছে, নাভা জেল থেকে পলাতক জঙ্গিদের খোঁজে পঞ্জাবের বিভিন্ন এলাকায় বসানো হয়েছে পুলিশি পিকেট| রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি চালানো হচ্ছিল| মৃত তরুণী নেশা শর্মা ও তাঁর বান্ধীরা পেশায় নৃত্যশিল্পী| পাটিয়ালায় একটি বিয়ের অনুষ্ঠানে নাচ করতে যাচ্ছিলেন তাঁরা| পুলিশের নির্দেশ অমান্য করে তাঁদের গাড়ির চালক| সন্দেহ হওয়ার গুলি চালান নাভা পুলিশের মুখ্য কনস্টেবল সমশের সিং শেরা|
গাড়ির কাঁচ ভেঙে সোজা নেহার ৱুকে গুলি লাগে| ঘটনাস্থলেই মৃতু্য হয় তাঁর| এলোপাথাড়ি গুলিতে জখম হয়েছেন এক বাইক আরোহী| পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে কনস্টেবল সমশের সিং শেরাকে| মর্মান্তিক ঘটনার পর স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছে নেহার পরিবার|
2016-11-28