হান্দওয়াড়ায় সেনা-জঙ্গি গুলির লড়াই, দফায় দফায় তল্লাশি

J&Kশ্রীনগর, ২৮ নভেম্বর (হি.স.): উপত্যকায় জঙ্গি হামলা থামছেই না| সোমবার সকাল থেকে জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার হান্দওয়াড়ায় সেনা-জঙ্গি গুলির লড়াই শুরু হয়| সেনা সূত্রের খবর, হান্দওয়াড়ার ল্যাংগেট এলাকায় দুই জঙ্গির ঘাঁটি গেড়ে থাকার খবর পায় সেনাবাহিনী| তারপরই গোটা এলাকা ঘিরে ফেলেন সেনা জওয়ানরা| শুরু হয় দু’পক্ষের মধ্যে গুলির লড়াই| ঘটনাস্থলে যান সেনা জওয়ানরা| দফায় দফায় তল্লাশি চালানো হয়| এই ঘটনায় এখনও পর‌্যন্ত হতাহতের কোনও খবর নেই|
গত সপ্তাহেই, উত্তর কাশ্মীরের বান্দিপোরা জেলায় সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে খতম হয় দুই জঙ্গি| শহিদ হন এক সেনা জওয়ান|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *