নোট বাতিলের প্রতিবাদে কংগ্রেসের ডাকে বুধবার রাজ্যে আক্রোশ দিবস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর৷৷ নোট বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে আগামী ৩০ নভেম্বর রাজ্যের আটটি জেলায় আক্রোশ দিবস পালন করবে কংগ্রেস দল৷ সর্বভারতীয় কংগ্রেস দলের নির্দেশেই ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এই আন্দোলন কর্মসূচী ঘোষণা করেছে৷ ৩০ নভেম্বর রাজ্যের আটটি জেলায় আক্রোশ দিবস পালনের সিদ্ধান্তের কথা জানিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা বলেন, কেন্দ্রীয় সরকার নোট বদলের যে সিদ্ধান্ত গ্রহণ করেছে তার প্রতিবাদেই কংগ্রেস দল দেশজুড়ে এই আন্দোলন কর্মসূচী গ্রহণ করেছে৷ এদিন রাজধানী আগরতলা শহর ছাড়াও রাজ্যের অন্যান্য সাতটি জেলাতে আক্রোশ দিবস পালন করা হবে৷ এই আন্দোলন কর্মসূচীতে সকলকে সামিল হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে৷ এই উপলক্ষ্যে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিল ঘোষণা করায় দেশজুড়ে অচলাবস্থার সৃষ্টি হয়েছে৷ এর ফলে দেশের মানুষের অর্থনৈতিক বিপর্যয় দেখা দিয়েছে৷ এই সংকট এড়ানো খুবই কষ্টকর৷ জনস্বার্থ বিঘ্নিত হওয়ার মত ঘটনা কোনভাবেই মেনে নেওয়াযায় না৷ সে কারণেই সর্বভারতীয় কংগ্রেস দল সুনির্দিষ্ট নীতি নির্দেশিকা জারি করে দেশের সর্বত্র আক্রোশ দিবস পালন করার নির্দেশ দিয়েছে৷ সে মোতাবেক ৩০ নভেম্বর রাজ্যেও প্রতিটি জেলায় আক্রোশ দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত  হয়েছে৷ সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস দলের পরিষদীয় দলনেতা বিধায়ক গোপাল রায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই সিদ্ধান্ত হটকারী আখ্যায়িত করেন৷ এই ধরনের সিদ্ধান্তের ফলে দেশ ও দেশব্যাপী চরম সংকটের মুখে পড়েছেন৷ জরুরি প্রয়োজনেও টাকা তোলা যাচ্ছে না৷ নোট বাতিলের ফলে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন শ্রমিক, মেহনতি ও কৃষক অংশের মানুষজন৷ নোট বাতিলের এই সিদ্ধান্ত প্রত্যাহার করে প্রকৃত জনস্বার্থ সম্বলিত পদক্ষেপ গ্রহণ করার জন্য দলের পক্ষ থেকে আহ্বান জানানো হয়৷ গত  নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণার পর থেকে এখনো পর্যন্ত দেশ ২ লক্ষ কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে৷ তাতে ক্ষতিগ্রস্ত হয়েছেন শ্রমিক, মেহনতি অংশের মানুষ৷ এধরনের সিদ্ধান্ত কোনভাবেই মেনে নেওয়া যায় না বলে তিনি অভিমত ব্যক্ত করেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *