নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর৷৷ কৈলাসহর বিমানবন্দর পুনরায় চালু করার জন্য কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের কাছে জমি চেয়েছে৷ এমর্মে বিজেপি রাজ্য কমিটির সভাপতিতে এয়ারপোর্ট অর্থরিটি অব ইন্ডিয়ার তরফ থেকে এক চিঠিতে একথা জানানো হয়েছে৷ দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় জনতা পার্টি’র ত্রিপুরা প্রদেশ সভাপতি বিপ্লব কুমার দেবের আবেদনে সাড়া দিয়ে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক কৈলাসহরস্থিত পুরনো বিমানবন্দরে বিমান পরিষেবা চালু পক্ষে সম্মতি দিয়েছেন৷ কেন্দ্রের নরেন্দ্র মোদির নেতৃত্বে এন ডি এ সরকার আসার পর জাতীয় অসামরিক বিমান পরিষেবা নীতি ২০১৬ তৈরী করা হয়েছে৷ এই নীতির অন্যতম বিন্দু হচ্ছে রিজিওনাল কানেক্টিভিটি এবং সেই উদ্দেশ্যে রিজিওনাল কানেক্টিভিটি স্কিম চালু হয়েছে৷ উক্ত স্কিম অনুযায়ী কৈলাসশহরেও বিমান পরিষেবা চালু হবার সম্ভাবনা ব্যক্ত করা হয়েছে মন্ত্রকের পক্ষ থেকে৷ এ মর্মে মন্ত্রক রাজ্যসকরারের নিকট ৭৫ একর জমি বিনামূল্যে বরাদ্দ করারও আবেদন জানিয়েছেন৷
2016-11-28