নিজস্ব প্রতিনিধি, ক্যলণপুর, কৈলাসহর,২৭ নভেম্বর৷৷ কেন্দ্রের বিজেপি সরকার দানবিক সিদ্ধান্তের ফলে দেশের মানুষ আজ দিশে হারা গড়িব মারার সিদ্ধান্ত গ্রহন করে চলছে বর্তমান মোদি সরকার এখন কালো টাকা উদ্ধারের নামে সাধারণ মানুষকে বিপদে ফেলেছে এরই প্রতিবাদে আগামী ২৮ শে নভেম্বর রাজ্যে ১২ ঘন্টার সাধারণ ধর্মঘট জানিয়ে সিপিআইএম বাগান বাজার অঞ্চল কমিটির উদ্যোগে লাল ঝান্ডার দৃপ্ত মিছিল বাগান বাজারের দীর্ঘ ৫ কিমি পথ পরিক্রমা করে বাগান বাজার অঞ্চল কার্যালয়ে মিলিত হন শত শত নারি পুরুষেরা৷ মিছিলে অঞ্চল এলাকার পাঁচটি গাওসভা দুর্গাপুর, দক্ষিণ দুর্গাপুর, প্রেমসিং, পশ্চিম দ্বারিকাপুর ও দ্বারিকাপুর থেকে শত শত নারি পুরুষেরা উপস্থিত হন মিছিলে৷ উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য পদ্ম কুমার দেববর্মা, সিপিআইএম মহকুমার সম্পাদক মন্ডলিরসদস্য শংকর দাস, ক্ষেত মজুর ইউনিয়নের মহকুমার সম্পাদক সূর্য্য মোহন দাস, বাগান বাজার অঞ্চল সদস্য দিলিপ দাস, আশিষ ভৌমিক, নারি মিরা দে৷এদিকে, কৈলাসহরেও সিপিএমের পক্ষ থেকে সোমবার বনধকে সফল করার জন্য ব্যাপক প্রচার করা হয়েছে৷ এদিন সন্ধ্যায় সুবিশাল মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেছে৷
2016-11-28