নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর৷৷ রাজ্যে নারী সংক্রান্ত অপরাধ ক্রমেই বেড়ে চলেছে৷ গার্হস্থ্য হিংসার পাশাপাশি ধর্ষণের মতো বর্বরোচিত ঘটনাও বাড়ছে৷ রাজ্যের পৃথক ছয়টি স্থানে তিনদিনে ছয়জন নারী ধর্ষিতা হয়েছেন বলে মামলা করা হয়েছে৷৷ অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে বাড়িতে ঢুকে ধর্ষণ করা হয়েছে৷ আবার কয়েকটি হয়েছে প্রণয়ের সূত্রে৷ প্রতিটি ঘটনারই থানায় মামলা হয়েছে৷ অভিযুক্তদের কয়েকজন গ্রেপ্তার হয়ছে৷ অন্যরা পালিয়ে আত্মগোপন করে রয়েছে৷
সংবাদে প্রকাশ, এক যুবতীকে ধর্ষনের দায়ে গ্রেপ্তার হলে সুমন চক্রবর্তী নামে এক যুবক৷ ঘটনা অমরপুর মহকুমায় বীরগঞ্জ এলাকার৷ ঘটনা সূত্রে জানা গত ২৩ শে নভেম্বর বুধবার বীরগঞ্জ এলাকায় একটি বিবাহ সূত্রে বৌভাতের অনুষ্ঠান ছিল৷ অভিযুক্ত সুমনের বাড়ির পাশে৷ ঐ অনুষ্ঠানের আগরতলা বনকুমারী এলাকায় নিমন্ত্রন খেতে এসেছিল মেয়েটি৷ ঐ দিন অভিযুক্ত সুমন মেয়েটিকে কু-প্রস্তাব দেয় কিন্তু মেয়েটি রাজি না হওয়াতে মেয়েটিকে ফুসলিয়ে পাশের একটি বাড়িতে নিয়ে নেশা খাইয়ে মুখে চাপা দিয়ে দু-দুইবার ধর্ষণ করে৷ মেয়েটি চিৎকার করলেও পাশের অনুষ্ঠান বাড়ীতে সাউন্ড সিষ্টেম থাকায় কোন রকম আওয়াজ শুনতে পায়নি বাড়ির লোকেরা৷ পরে মেয়েটিকে প্রাণনাশের হুমকি দেওয়া হলে কেউকে কিছু না বলে ঐ দিন মেয়েটির পরিবারের সাথে আগরতলাস্থিত নিজ বাড়িতে ফিরে যায়৷ পরের দিন ঐ যন্ত্রণা সহ্য করতে না পারায় বাড়ির লোককে ঘটনাটি জানানো হয়৷ এরপর সঙ্গে সঙ্গে জিবি হাসপাতালে নিয়ে গিয়ে মেয়েটিকে চিকিৎসা করানো৷ উক্ত সুমনের বিরুদ্ধে আগরতলা মহিলা থানায় মামলা দেয়ের করা হয়৷ যার নম্বর টি হলো ৫৩/১৬, মামলা হয়েছে আইপিসির ৩৪২, ৩৭৬, ৫০৬ ধারায়৷ অবশেষে গতকাল রাত ১০টা নাগাদ বীরগঞ্জ থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে৷ আজ সকাল মেয়েটিকে নিয়ে থানায় আসে মেয়েটির পরিবারের লোকেরা৷ এরপর মেয়েটিকে উক্ত জায়গাটি পরিদর্শন করে বীরগঞ্জ থানার দায়িত্ব প্রাপ্ত দারোগাবাবু৷ খবর সূত্রে জানা যায় অভিযুক্ত সুমনের পরিবারে এর আগেও এই ধরনের ঘটনা সংগঠিত হয়৷ সুমনের পিতা মহকুমার মান্যগন্য পুরোহীত৷ পাশাপাশি অভিযুক্তের ভাই আরক্ষা দপ্তরের কর্মরত৷ মহকুমা জুড়ে শুনা যাচ্ছে যে উক্ত এই পুরোহীতকে দিয়ে আগামী দিনে কেউই পুজোপাঠ করাবেন কি না তা নিয়ে শংসয় উঠছে৷ ঘটনাকে কেন্দ্র করে মহকুমা জুড়ে ছিঃ ছিঃ রব উঠেছে৷
এদিকে, শান্তিরবাজারের তকমাছড়ি এলাকায় সতের বছরের এক কিশোরীকে বাড়িতে ঢুকে ধর্ষণ করেছে বীরচন্দ্র নগরের বাসিন্দা লিটন দেবনাথ৷ ঘটনাটি ঘটে কুড়ি নভেম্বর৷ ঐ যুবকের বিরুদ্ধে শান্তিরবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কিশোরীর অভিভাবকরা৷ মামলার নম্বর ৭১/১৬৷ মামলাটি হয়েছে ভারতীয় দন্ডবিধির ৪৫১, ৪১৭, ৩৭৬ এবং ৫০৬ ধারায়৷ পুলিশ মামলা নিয়ে অভিযুক্ত লিটন দেবনাথকে গ্রেপ্তার করার জন্য বিভিন্ন স্থানে তল্লাসী চালালেও তার কোন হদিশ পাওয়া যাচ্ছে না৷ পুলিশ জানিয়েছে অভিযুক্ত যুবক পালিয়ে আত্মগোপন করেছে৷
অন্যদিকে, কুমারঘাট থানার অধীন জুড়িছড়া এলাকায় এক কিশোরীকে বিয়ের প্রলোভন দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেছে প্রতিবেশী এক যুবক৷ ঐ কিশোরীকে পরে বিয়ে করতে অস্বীকার করেছে৷ তাতেই বিপত্তি৷ মেয়েটির পরিবারের লোকজন অজয় দেববর্মা নামে ঐ প্রতারকের বিরুদ্ধে কুমারঘাট থানায় ধর্ষণের মামলা করেছেন৷ বর্তমানে ঐ কিশোরী সাত মাসের গর্ভবতী৷ অজয় দেববর্মার বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩৭৬ ও ৪১৭ ধারায় মামলা নিয়েছে পুলিশ৷ অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে তোলা হয়৷ বিচারক অভিযুক্তকে জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷
অম্পি থানার অধীন বৈশ্যমণি পাড়ায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী শনিরাই কলই নামে এক যুবকের বিরুদ্ধে৷ এই ব্যাপারে অম্পি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে৷ মামলার নম্বর ৯/১৬৷ মামলাটি হয়েছে ভারতীয় দন্ডবিধির ৩৭৬ ও ৪১৭ ধারায়৷ পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি বলে জানা গিয়েছে৷ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার৷ এছাড়া আরও এক যুবতীকে প্রেমের জালে ফেলে ধর্ষণ করা হয়েছে৷ ঘটনাটি ঘটেছে কল্যাণপুর থানার অধীন মহারাণী এলাকায়৷ অভিযুক্ত যুবক টিএসআর ৬ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ান৷ তার নাম উত্তম দেববর্মা৷ তার বিরুদ্ধে অভিযোগ এলাকারই এক যুবতীর সঙ্গে প্রণয়ের সম্পর্ক গড়ে তুলে৷ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেয়সীর সাথে শারীরিক সম্পর্কও স্থাপন করে৷ পরবর্তী সময়ে উত্তম ঐ যুবতীকে বিয়ে করতে অস্বীকার করে৷ তাতেই যুবতী ঐ জওয়ানের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছে৷ পুলিশ জানিয়েছে অভিযুক্ত পালিয়ে গা ঢাকা দিয়েছে৷ তাকে গ্রেপ্তারের চেষ্টা জারী রেখেছে পুলিশ৷ কল্যাণপুর থানায় এই ঘটনায় মামলার নম্বর ২৯/১৬৷ মামলা হয়েছে আইপিসির ৩৭৬ বেং ৪১৭ ধারায়৷
এদিকে, বিলোনীয়ার পিআর বাড়িতে এক যুবতীকে ধর্ষণের দায়ে মরণ দেব নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ৷ তার বিরুদ্ধে অভিযোগ এলাকারই এক যুবতীকে সে ধর্ষণ করেছে৷ এই ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্য বিরাজ করছে৷
2016-11-27
