নিজস্ব প্রতিনিধি, আগরতলা, চড়িলাম, ২৬ নভেম্বর৷৷ রাজধানী আগরতলাসহ রাজ্যের বিভিন্ন স্থানে নেশা সামগ্রীর ব্যাপক চোরাচালান করা হচ্ছে৷ অলি গলিতে মিলছে নেশার সামগ্রী৷ শুক্রবার রাতে রাজধানী আগরতলা শহরের মহারাজগঞ্জ বাজার এলাকায় এন এস রোডে বাইক থেকে ১০০ বোতল বিলেতী মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ৷ গ্রেপ্তার করা হয়েছে বাইক চালক রাজু সাহাকে৷ তার বাড়ি এয়ারপোর্ট থানার অধীন নতুননগর এলাকায়৷ মহারাজগঞ্জ বাজার ফাঁড়ির ওসি স্মৃতিকান্ত বর্ধনের নেতৃত্বে চলে এই অভিযান৷ জানা গিয়েছে, মহারাজগঞ্জ বাজার এলাকায় একটি বিলেতী মদের কাউন্টার থেকে বেআইনীভাবে এই মদ চোরাচালান করছিল রাজু সহা৷
এদিকে, চম্পকনগরের বর্ধমান ঠাকুর পাড়ায় পুলিশ অভিযান চালিয়ে ৪৫ হাজার গাঁজা গাছ ধবংস করেছে৷ খাস জমিতে এই গাঁজা চাষ করা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে৷ তবে এই বিষয়ে কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ৷
অন্যদিকে, বিশালগড়ের হরিশনগর চা বাগান সংলগ্ণ জাতীয় সড়কে গাড়ি ও দ্বিচক্রযান তল্লাশীকালে বিশালগড় থানার পুলিশ টিআর- ০১ডব্লিও-১৭১৬ নম্বরের একটি ডিআই গাড়ি থেকে প্রচুর পরিমানে কফসিরাপ উদ্ধার করে৷ সঙ্গে সঙ্গে গাড়িটিকে থানায় নিয়ে আসে পুলিশ৷ বিকাল ৪টায় বিশালগড় থানায় ডিসিএম উত্তম দাস বৈষ্ণবের উপস্থিতিতে কফসিরাপের কার্টুন গুলি গুনা হয়৷ ২৫৩০ বোতল কফসিরাপ উদ্ধার করে৷ ডিসিএম জানান উদ্ধারকৃত কফসিরাপের বাজার মূল্য আনুমানিক ৫ লক্ষ ৩০ হাজার টাকা হবে৷ এই ধরনের অভিযান আগামী দিনে অব্যাহত থাকবে বলে ডিসিএম জানিয়েছেন৷
2016-11-27