নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর৷৷ অগিদগ্দ হয়ে দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে শনিবার সকালে ধর্মনগরের আলগাপুর গ্রামে৷ ঐ গ্রামের বাসিন্দা স্বপন দাসের বাড়িতে সকালে রান্না ঘরে আগুন লাগে৷ ঘরে রাখা এলপিজি সিলিন্ডার বিস্ফোরণ হয়৷ তাতে আগুন দ্রুত ঘরে ছড়িয়ে পড়ে৷ ঘরের লোকজন বেড়িয়ে আসতে পারলেও দেড় বছরের শিশু লিটন দাসকে ঘর থেকে নিয়ে আসতে পারেনি৷ ঘরের মধ্যেই অগ্ণিদগ্দ হয়ে শিশুটির মৃত্যু হয়েছে৷ পুরো বাড়ি পুড়ে গিয়েছে৷ ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে৷ শিশুর এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷
2016-11-27