নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর৷৷ ব্যতিক্রমী বটে! শাসক দলের ডাকা বন্ধের বিরোধীতায় পিকেটিং করবে বিরোধী দল৷ আগামী সোমবার রাজ্যে বামেদের ডাকা ১২ ঘন্টার রাজ্য বন্ধের বিরোধীতায় রাস্তায় নামবে বিজেপি রাজ্য কমিটি৷ সারা রাজ্যেই বন্ধের বিরোধীতা করে বিজেপি পিকেটিং করবে বলে জানান দলের রাজ্য সভাপতি বিপ্লব দেব৷
বিপ্লববাবু বলেন, সোমবার সারা রাজ্যে ব্যবসায়ী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলা রাখার জন্য রবিবার দলের তরফে আহ্বান জানিয়ে প্রচার করা হবে৷ তিনি বলেন, বামেরা দেশবিরোধী মানসিকতার পরিচয় দিয়েছে বন্ধ ডেকে৷ দেশের ৯৩ শতাংশ জনগণ নোট বাতিলের সিদ্ধান্তকে সমর্থণ করলেও, বামেরা এর বিরোধীতায় বন্ধ ডেকে রাজ্যের অর্থনৈতিক ব্যবস্থাকে আরো বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছে৷ তাঁর দাবি, বন্ধের জেরে যে সমস্ত সুকলে পরীক্ষা হওয়ার কথা ছিল সেগুলি বাতিল হয়ে গেছে৷ কারণ, বিশ্ববিদ্যালয় এবং যে সুকলে প্রি-টেস্ট পরীক্ষা একই প্রশ্ণে হবে সেগুলিকে বন্ধের আওতার বাইরে রাখা হলেও অভিভাবকরা কোনভাবেই ঝঁুকি নিতে চাইবেন না বলে তিনি মনে করেন৷ তিনি কটাক্ষের সুরে বলে, বিনাশকালে বিপরীত বুদ্ধি, একারণেই বামেরা বন্ধ ডেকেছে৷ কিন্তু এই বন্ধের বিরুদ্ধে তীব্র জনমত গড়ে তুলা হবে বলে বিপ্লববাবু দাবি করেন৷
তাঁর বক্তব্য, কালো টাকার বিরুদ্ধে পদক্ষেপ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে৷ তাতে দেশবাসীর সাময়িক অসুবিধা হলেও, বৃহত্তর ক্ষেত্রে নোট বাতিলের সুফল সকলেই ভোগ করবেন৷ কিন্তু বামেরা এর বিরোধীতায় উল্টো রাজ্যের অর্থনৈতিক ব্যবস্থার উপর আঘাত করেছে৷ তাঁর দাবি, রাজ্যবাসী এই বন্ধ প্রত্যাখান করবেন৷
2016-11-27