পাটিয়ালা, ২৭ নভেম্বর (হি.স.) : পাঞ্জাবের জেল ভেঙে পালাল ‘খালিস্তান সহ পাঁচ অপরাধী। রবিবার সকালে পঞ্জাবের নাভা সেন্ট্রাল জেলে হামলা চালায় দশ বন্দুকবাজ। পুলিশের পোশাকে জেলে ঢুকে এলোপাথাড়ি গুলি চালায় হামলাকারীরা। ‘খালিস্তান লিবারেশন ফোর্স’–এর চাঁই হরমিন্দর সিং মিন্টু সহ পাঁচ বন্দিকে ছাড়িয়ে নিয়ে গেছে হামলাকারীরা। এই ঘটনায় গোটা রাজ্য সতর্কতা জারি হয়েছে। তল্লাশি অভিযান চলছে।
হরমিন্দর সিং মিন্টু ছাড়া আজকের হামলার সময় আর যে বন্দিরা পালিয়েছে তাদের মধ্যে রয়েছে ভিকি গোন্ডার, গুরপ্রীত শেখন, নীতা দেওল এবং বিক্রমজিত। ৪৭ বছর বয়সি হরমিন্দর খালিস্তান লিবারেশন ফোর্স-এর এই নেতাকে ২০১৪ সালে দিল্লি বিমানবন্দর থেকে গ্রেফতার করে পঞ্জাব পুলিশ। আজকে বন্দুকবাজের হামলার সময় পালায় এই খালিস্তানপন্থী নেতা। তার বিরুদ্ধে একাধিক সন্ত্রাসমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে।
সূত্রের খবর, নিঃসছিদ্র নিরাপত্তা রয়েছে এই জেলে। আজ সকাল নটা নাগাদ সেই নিরাপত্তা বেষ্টনীকে বুড়ো আঙুল দেখিয়ে পুলিশের পোশাকে দশ বন্দুকবাজ ঢুকে পড়ে নাভা জেলের ভেতর। পুলিশ সূত্রে খবর, জেলে ঢুকে প্রায় একশো রাউন্ড গুলি চালায় হামলাকারীরা। ঘটনাস্থলে গিয়েছেন রাজ্যের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। পঞ্জাব জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।-
2016-11-27