প্রয়াত কিউবার প্রাক্তন প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো

হাভানা, ২৬ নভেম্বর (হি.স.): প্রয়াত হলেন কিউবার প্রাক্তন প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো| মৃতু্যকালে তঁার বয়স হয়েছিল ৯০

ফিদেল কাস্ত্রো
ফিদেল কাস্ত্রো

বছর| অনেকদিন ধরেই বার্ধক্যজনিত কারণে ভুগছিলেন তিনি| শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিউবার প্রাক্তন এই সর্বাধিনায়ক|
১৯৫৯ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত কিউবার প্রধানমন্ত্রী ছিলেন ফিদেল কাস্ত্রো| ১৯৭৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত প্রেসিডেন্ট পদে আসীন ছিলেন| প্রথম সচিব হিসেবে দীর্ঘ ৫০ বছর কমিউনিস্ট পার্টির দায়িত্ব সামলেছেন তিনি| বিরোধীদের সমালোচনা সত্ত্বেও গোটা বিশ্বে অসম্ভব জনপ্রিয় ছিলেন এই বিপ্লবী নেতা| ২০০৬ সালে ভাই রাউল কাস্ত্রোর হাতে সমস্ত ক্ষমতা তুলে দেন তিনি| ২০০৮ সালে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন রাউল কাস্ত্রো|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *