নির্বাচনের আগে রাজ্যবাসীকে নুন উপহার দিলেন অখিলেশ সিং যাদব

akhileshলখনউ, ২৫ নভেম্বর (হি.স.) : ল্যাপটপ, স্মার্টফোনের পর উত্তরপ্রদেশ নির্বাচনে এবার রাজ্যবাসীকে নুন উপহার দিলেন মুখ্যমন্ত্রী অখিলেশ সিং যাদব | এবার তিনি বাজারে আনলেন আয়োডিনযুক্ত সমাজবাদী নুন | শুক্রবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল সমাজবাদী নমকের| প্রাথমিকভাবে লখনউ, মোরাদাবাদ, ফারুখাবাদ, ইটাওয়া সহ রাজ্যের ১০টি কেন্দ্রে সমাজবাদী নুনের কাউন্টার খোলা হয়েছে |
এই নুন খেয়ে রাজ্যের গরিবরা উপকৃত হবেন জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ সিং যাদব| এর আগেও সমাজবাদী পণ্যে ছেয়ে গিয়েছে উত্তরপ্রদেশ নির্বাচনকে লক্ষ্য রেখেই | সমাজবাদী পেনশন, ল্যাপটপ, স্মার্টফোন এনেছেন অখিলেশ | এবার আনলেন সমাজবাদী নুন | দলীয় নেতৃত্বের ধারণা, এই নুন খেয়ে অখিলেশেরই গুণ গাইবেন রাজ্যবাসী |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *