রাজ্য নেশা পাচারের মৃগয়াক্ষেত্রে পরিণত, বড়মুড়াতে আটক ফেন্সিডিল, ধৃত দুই

handcuffনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর৷৷ সীমান্তবর্তী রাজ্য ত্রিপুরা নেশা পাচারের মৃগয়াক্ষেত্রে পরিণত হয়েছে৷ নেশাকারবীরারা ত্রিপুরাকে নেশাকারবারের কুটির শিল্পতে পরিণত করার অপপ্রয়াস জারি রেখেছে৷ ত্রিপুরার সীমান্ত পথে ফেন্সিডিল কোরেক্স সহ নানা সামগ্রী প্রতিনিয়ত বাংলাদেশে পাচার হচ্ছে৷ বাংলাদেশে এসব নেশা সামগ্রীর ব্যাপক চাহিদাও রয়েছে৷ নেশাকারবারীরা বর্হিরাজ্য থেকে এসব বেআইনী নেশা সামগ্রী সড়কপথে এনেই বাংলাদেশে পাচার করে চলেছে৷ এসব বিষয়ে পুলিশের একাংশও সহায়তা করে চলেছে৷ নেশাকারবারীদের সঙ্গে পুলিশের বোঝাপড়া রয়েছে৷ সে সুযোগকেই কাজে লাগিয়ে নেশাকারবীরারা এই ব্যবসা চুটিয়ে চালিয়ে যাচ্ছে৷ বিভিন্ন স্থানে রীতিমত গুদাম তৈরি করে নেশা সামগ্রী মজুত রাখা হচ্ছে৷ ঐসব গুদাম থেকে চাহিদামত নেশা সামগ্রী গাড়ি বোঝাই করে বাংলাদেশের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে৷ বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে বিএসএফ’র জওয়ানরা বড়মুড়া পাহাড়ে আসাম-আগরতলা জাতীয় সড়কে একটি লরি আটক করে প্রচুর পরিমাণ ফেন্সিডিল উদ্ধার করেছে৷ লরিটির নম্বর এস০১-বিসি-৭৮৪২৷ ঐ গাড়ি থেকে ১৬ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে৷ যার আনুমানিক বাজার মূল্য ১৫ লক্ষাধিক টাকা৷ জানা গেছে, গাড়ির চালক শঙ্কর নাথ ও কৃপাময় নাথকে আটক করেছে বিএসএফ’র জওয়ানরা৷ তাদের বাড়ি উত্তর জেলার কাঞ্চনপুর এলাকায়৷ বিএসএফ’র হানাদারীর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ এই সফল অভিযানে পুলিশও অংশীদারী বলে দাবি করে৷ কিন্তু বিএসএফ’র একটি সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরেই ফেন্সিডিল গাড়ি বোঝাই করে নিয়ে যাওয়া হলেও পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছিল না৷ সে খবরের  পরিপ্রেক্ষিতেই পুলিশকে না জানিয়ে বিএসএফ’র জওয়ানরা বড়মুড়ায় আজ গাড়ি আটক করে ফেন্সিডিল উদ্ধার করেছে৷ এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও বিএসএফ’র তরফে জানানো হয়েছে৷ বিষয়টি নিয়ে পুলিশ ও বিএসএফ’র মধ্যে মতভেদ রয়েছে বলে জানা গেছে৷ পুলিশ যতই নিজেদেরকে সফল অভিযানের অংশীদারী বলে দাবি করুক না কেন বিএসএফ কিন্তু মেনে নিতে নারাজ৷ উল্লেখ্য, চুড়াইবাড়ির বিক্রয় দপ্তরের অফিস ডিঙ্গিয়েই বেশিরভাগ ফেন্সিডিল ও অন্যান্য নেশাজাতীয় সামগ্রী লরি বোঝাই করে রাজ্যে নিয়ে আসা হচ্ছে৷ এক্ষেত্রে চুড়াইবাড়ি বিক্রয় দপ্তরের কর্মকর্তাদের ভূমিকা নিয়েও নানা প্রশ্ণ উঠেছে৷ তাদের সঙ্গেও নেশাকারবারীদের বোঝাপড়া রয়েছে বলে অভিযোগ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *