ত্রিপুরা ও কেরলে বন্ধের ডাক বামেদের

left-front-tripuraনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর৷৷ আঠাশে সারা রাজ্যে বন্ধ পালন করবে বামেরা৷ এছাড়া আগামী ২৬ নভেম্বর সবকটি মহকুমায় বিক্ষোভ প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে চার বামদল৷ মূলতঃ নোট বাতিলের সিদ্ধান্তের কারণেই পদক্ষেপ বলে জানিয়েছে বামেরা৷ এদিকে, কেরলাতেও বামেরা ২৮ নভেম্বর বন্ধ পালনের সিদ্ধান্ত নিয়েছে৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে রাজ্য বামফ্রন্ট কমিটির চেয়ারম্যান খগেন দাস জানান, নোট বাতিলের পদক্ষেপে সাধারণ মানুষের ভোগান্তির ফলে সর্বভারতীয় স্তরে আলোচনাক্রমে সিদ্ধান্ত হয়েছে প্রতিবাদ কর্মসূচী পালনের৷ এজন্যই আগামী ২৬ নভেম্বর রাজ্যের সবকটি মহকুমায় দুই ঘন্টা বিক্ষোভ প্রদর্শন করবে বামদলগুলি৷ এছাড়া আগামী ২৮ নভেম্বর ১২ ঘন্টার বন্ধ পালন করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান৷ তিনি বলেন, আজ বামদলগুলি এই বিষয়ে বৈঠক করেছে৷ সর্বসম্মতিক্রমেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তবে, জরুরী ক্ষেত্রগুলির পাশাপাশি ব্যাঙ্ক, পোস্ট অফিস, বিশ্ববিদ্যালয় এবং যেসমস্ত সুকলে একই প্রশ্ণে প্রিটেস্ট পরীক্ষা হওয়ার কথা সেগুলিকে বন্ধের আওতার বাইরে রাখা হয়েছে৷
এদিকে, কেরলাতেও বামেরা ২৮ নভেম্বর বন্ধ পালন করার সিদ্ধান্ত নিয়েছে৷ তবে, পশ্চিমবঙ্গে বামেরা ঐদিন বন্ধ পালন করার বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেয়নি৷ কারণ, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস আক্রোশ দিবস পালন করলেও বন্ধের কোন সিদ্ধান্ত নেয়নি৷ ফলে, বঙ্গের বাম নেতৃত্বরা ঐদিন বন্ধ পালন করার বিষয়ে এখনো ঐকমত্যে পৌছায়নি বলে সূত্র অনুসারে জানা গেছে৷
এদিন খগেনবাবু বলেন, মাত্র ৪ ঘন্টা সময় দিয়ে প্রধানমন্ত্রী নোট বাতিলের সিদ্ধান্তের ঘোষণা দেন৷ ফলে, গত ৮ নভেম্বর থেকে আজকে পর্যন্ত সাধারণ মানুষের ভোগান্তির অন্ত নেই৷ বহু মানুষের প্রাণহানীর ঘটনাও ঘটেছে এই নোট বাতিলের জেরে৷ প্রধানমন্ত্রীর এই পদক্ষেপে সারা দেশে এক অর্থনৈতিক অচলাবস্থা দেখা দিয়েছে বলে তিনি মন্তব্য করেন৷ এর বিরুদ্ধেই বিরোধী দল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একজোট হয়েছে৷ স্থির হয়েছে একজোটে প্রতিবাদ পালনেরও৷ খগেনবাবু বলেন, সর্বভারতীয় স্তরে আলোচনাক্রমে স্থির হয়েছে আগামী ২৮ নভেম্বর আক্রোশ দিবস পালন করা হবে৷ এজন্য রাজ্যে চার বামদল বিক্ষোভ কর্মসূচী এবং বন্ধ পালনের সিদ্ধান্ত নিয়েছে৷ তাঁর মতে, বিজেপি’র কাছেও কালো টাকা রয়েছে৷ কারণ, যেদিন নোট বাতিলের ঘোষণা দেওয়া হয়, ঐদিন সন্ধ্যায় বিজেপি দল ব্যাঙ্কে কোটি কোটি টাকা জমা দিয়েছে৷
এদিকে, প্রদেশ কংগ্রেস ২৮ নভেম্বর রাজ্যের সবকটি জেলায় আক্রোশ দিবস পালন করবে বলে জানিয়েছেন সভাপতি বীরজিৎ সিনহা৷ তিনি জানান, গোটা দেশের সাথে রাজ্যেও ঐদিন প্রদেশ কংগ্রেস সবকটি জেলাতে আক্রোশ দিবস পালন করবে৷ বামেদের বন্ধ ঘোষণায় তিনি কটাক্ষের সুরে বলেন, বামফ্রন্ট সবসময় ব্যতিক্রমী ভূমিকা পালন করে থাকে৷ আক্রোশ দিবস পালন করার বিষয়ে নির্দিষ্ট কোন কর্মসূচী হাতে নেয়নি প্রদেশ তৃণমূল কংগ্রেস৷ তৃণমূল বিধায়ক সুদীপ রায় বর্মন জানিয়েছেন, এই বিষয়ে দল এখনো কোন সিদ্ধান্ত নেয়নি৷ তবে, বৈঠক করে সেবিষয়ে সিদ্ধান্ত গৃহীত হবে বলে তিনি জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *