কয়না (মহারাষ্ট্র), ২৫ নভেম্বর (হি.স.): মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল মহারাষ্ট্রের কয়না এলাকা| রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৩| ভূকম্পনের জেরে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর নেই| মহারাষ্ট্রের মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট জানিয়েছে, শুক্রবার (১২.৫৭ এএম) ৪.৩ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় মহারাষ্ট্রের কয়না এলাকায়| কোনও ক্ষতির খবর নেই| গত সপ্তাহেই ৪.৪ এবং ৫.০ তীব্রতার ভূকম্পন অনূভূত হয় উত্তর-পূর্বের রাজ্যগুলিতে|
2016-11-25