ব্লকগুলিতে রেগায় দুর্নীতি, চিন্তায় পড়ল রাজ্য সরকার

scamনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর৷৷ ব্লকে ব্লকে দুর্নীতি নিয়ে ভীষণ চিন্তায় পড়েছে রাজ্য সরকার৷ সম্প্রীতি কেন্দ্রীয় সরকার রেগাপ্রকল্পের কাজে জিপিএস চালু করায় সমস্যায় পড়েছে ব্লকের দুর্নীতিবাজরা৷ গত কয়েকদিনে ব্লক দুর্নীতির ঘটনায় প্রশাসনিক স্তরে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে৷ সূত্র অনুসারে জানা গেছে, তেলিয়ামুড়া ব্লক, শ্রীনাথপুর পঞ্চায়েতে দুর্নীতির ঘটনা সরকারের নজরে এসেছে৷ শ্রীনাথপুর পঞ্চায়েতের পঞ্চায়েত সচিবের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হওয়ার পর দুর্নীতির প্রমাণ মিলেছে৷ এর ভিত্তিতে ঐ পঞ্চায়েত সচিবের বিরুদ্ধে থানায় মামলাও দায়ের করা হয়েছে৷ সূত্রের খবর, শ্রীনাথপুর পঞ্চায়েতের সচিব এক কোটি টাকা হাফিজ করে দিয়েছেন৷
এদিকে, তেলিয়ামুড়া ব্লকেও ৪০ হাজার টাকার দুর্নীতির প্রমাণ মিলেছে বিভাগীয় তদন্তে৷ এছাড়াও রাজ্যের বিভিন্ন ব্লকে দুর্নীতি মারাত্মকভাবে বেড়েছে৷ কিছু কিছু জায়গায় জনগণ সচেতন হওয়ায় দুর্নীতির কেচ্ছাগুলি সরকারের নজরে আসছে৷ রাজ্য সরকারও বিভাগীয় তদন্ত করে ঐ দুর্নীতির অভিযোগের সত্যতা খঁুজে পাচ্ছে বলে সূত্রের দাবি৷
একটি উদাহরণ দিয়ে সূত্রটি জানিয়েছে, কোন ব্লকে সাত থেকে দশদিন রেগা প্রকল্পে কাজ হলে তা দেখানো হচ্ছে দশ থেকে পনেরদিন কাজ হয়েছে৷ এভাবে বিল জমা দেওয়া হচ্ছে৷ বিলের ভিত্তিতে টাকাও এসে যাচ্ছে৷ কিন্তু এখানে প্রশ্ণ দুর্নীতি সম্ভব কি করে হচ্ছে? কারণ কেন্দ্রীয় সরকার টাকা সরাসরি সুবিধাভোগীদের ব্যাঙ্ক একাউন্টে টাকা পাঠাচ্ছে৷ সূত্রটি জানিয়েছে, সম্প্রীতি সুবিধাভোগী জনৈক এক ব্যক্তিকে টাকা দেওয়ার পর তেলিয়ামুড়া ব্লকে দুর্নীতির বিষয়টি সামনে আসে৷ ঐ ব্যক্তিকে যে টাকা দেওয়া হয়েছে তা ব্যাঙ্ক স্টেটমেন্টের সাথে গড়মিল ছিল৷ সূত্রের বক্তব্য, ঐ ব্যক্তিকে ১২০০ টাকা দেওয়া হয়েছিল৷ কিন্তু ব্যাঙ্ক পাসবই আপডেট করে ঐ ব্যক্তি জানতে পারেন তার খাতা থেকে ১৭০০ টাকা তোলা হয়েছে৷ এরপরই তিনি এই ঘটনা প্রশাসনের নজরে আনেন৷ তাতে দেখা গেছে কাজের বিল হয়েছে ১৭০০ টাকা৷ কিন্তু যিনি কাজ করেছেন তার প্রাপ্য তিনি ১২০০ টাকা দাবি করেন৷ ফলে, এখানে ৫০০ টাকা হাফিজ করা হয়েছে বলে অভিযোগ৷ আর এভাবেই দুর্নীতি হচ্ছে বলেই অভিযোগ জানানো হয়৷ ঐ সুবিধাভোগীর অভিযোগের ভিত্তিতে বিভাগীয় তদন্তে দুর্নীতির সত্যতা মিলেছে বলে সূত্রটি জানিয়েছে৷
উল্লেখ্য, রাজ্যের সমস্ত ব্লকেই দুর্নীতি মাথাচাড়া দিয়ে উঠেছে৷ কিন্তু সে দুর্নীতি দমন করাও সম্ভব হয়ে উঠছে না৷ কিন্তু রেগা প্রকল্পে জিপিএস চালু হওয়ায় দুর্নীতি অনেকটাই কমবে বলেই ধারণা৷ ফলে, দুর্নীতিবাজরা ভীষণভাবে দুশ্চিন্তায় পড়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *