ঘাতক রূপ নিচ্ছে মোটর রিক্সা, নির্বিকার প্রশাসন

accidentনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর৷৷ রিক্সাও ঘাতক রূপ নিতে শুরু করেছে৷ প্যাডেল থেকে মোটরে রূপান্তরের মাধ্যমেই রিক্সা ঘাতক রূপ নিয়েছে৷ বুধবার দুপুরে তেলিয়ামুড়ার কৃষ্ণপুরে মোটর চালিত রিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়লে ঐ রিক্সার যাত্রী প্রতিমা সরকার গুরুতরভাবে আহত হন৷ সঙ্গে সঙ্গে তাকে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক দেখে জিবিতে স্থানান্তর করেন৷ কিন্তু এদিন সন্ধ্যায় চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে ঐ মহিলা মৃত্যুর কোলে ঢলে পড়েন৷
জানা গেছে, প্রতিমা সরকার তেলিয়ামুড়া থানাধীন কৃষ্ণপুরের বালুছড়ার বাসিন্দা৷ এলাকাতেই তিনি কাপড় হকারি করতেন৷ দুপুরে বাড়ি যাওয়ার জন্য রিক্সা নেন৷ কিন্তু এই রিক্সা সফর প্রতিমা সরকারের কাল হয়ে দাঁড়ায়৷ বাড়ি যাওয়ার পথে প্রচন্ড গতিতে রাস্তায় বাক নিতে গিয়ে উল্টে যায় রিক্সাটি৷ কারণ, রিক্সাটিতে মোটর লাগানো ছিল৷ স্বাভাবিকভাবেই রিক্সা চালক প্রচন্ড গতিতে রিক্সা চালাচ্ছিলেন৷ যার কারণে রাস্তায় বাক নিতে গিয়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন৷ ঐ মহিলা রিক্সা উল্টে যাওয়ায় রাস্তায় ছিটকে পড়েন৷ তখন বিপরীত দিক থেকে আসা একটি অটো তাকে ধাক্কা দেয়৷ এই ঘটনায় গুরুতরভাবে ঐ মহিলা আহত হন৷ রিক্সা চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান৷ স্থানীয় জনগণ ঐ মহিলাকে উদ্ধার করে তেলিয়ামুড়া হাসাপাতালে নিয়ে যান৷ কিন্তু চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে জিবিতে স্থানান্তর করেন৷ জিবিতে এদিন সন্ধ্যায় প্রতিমা সরকার শেষনিঃশ্বাস ত্যাগ করেন৷
উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন প্রান্তে প্যাডেল রিক্সা মোটর চালিত রিক্সায় রূপান্তরিত হয়ে রীতিমত ঘাতক রূপ নিতে শুরু করেছে৷ রাজধানী আগরতলায় প্রায়ই মোটর চালিত রিক্সার ছোটখাটো দুর্ঘটনা ঘটে চলেছে৷ গত শুক্রবার আরএমএস চৌমুহনীতে একটি মোটর চালিত রিক্সার সাথে সুকটির ধাক্কা লাগে৷ প্রত্যক্ষদর্শীদের মতে, মোটর চালিত রিক্সাটি প্রচন্ড গতিতে ছিল৷ ট্রাফিক পয়েন্টের কাছাকাছি এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে৷ তাতে সুকটির সাথে ধাক্কা লাগে৷ এই ঘটনায় সুকটির চালক বা পায়ে আঘাত পান৷ স্থানীয় জনগণ ঐ সুকটি চালককে উদ্ধার করে হাসপাতালে যাবার ব্যবস্থা করে দেন৷ ট্রাফিক পুলিশের হস্তক্ষেপে ঐদিন রিক্সা চালক বেদম মার খাওয়ার হাত থেকে বেঁচে যান৷ শুধু তাই নয়, এধরনের ঘটনা প্রায়ই ঘটে চলেছে৷ কয়েকদিন আগে রাজধানীর লক্ষ্মীনারায়ণ মন্দির সংলগ্ণ রাস্তায় সকালে এবং দুপুরে দুটি মোটর চালিত রিক্সা দুর্ঘটনার মুখে পড়ে৷ দুটি ঘটনাতেই ঐ মোটর চালিত রিক্সার যাত্রীরা অল্পবিস্তর আঘাত পান৷ প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটলেও প্রশাসনের এদিকে কোন নজর নেই৷ প্যাডেল রিক্সা মোটর চালিত রিক্সায় রূপান্তর সম্পূর্ণ বেআইনী হলেও রাজ্য সরকার এবিষয়ে কোন ব্যবস্থা নিচ্ছে না৷ উল্টো সরকারের যুক্তি, গরিব রিক্সা চালক মোটর কিনে রিক্সায় লাগালে তাতে কি করণীয় রয়েছে৷ এমনিতেই এই রিক্সাগুলিতে দুর্ঘটনায় কোন বীমা নেই৷ ফলে, দুর্ঘটনার কবলে পড়ে প্রাণহানির ঘটনা ঘটলেও কোন ক্ষতিপূরণ মিলবে না৷ কারণ, মোটর চালিত রিক্সা সম্পর্কিত কোন আইন এখনো প্রণয়ন করেনি রাজ্য সরকার৷ সমালোচকদের মতে, গোটা দেশে ত্রিপুরা প্যাডেলচালিত রিক্সা মোটর চালিত রিক্সায় রূপান্তর বিরলতম ঘটনা৷ সারা দেশে কোথাও প্যাডেল চালিত রিক্সায় মোটর লাগানোর আইন নেই৷ কিন্তু রাজ্যে ক্রমাগত বেআইনী কাজ করে চলেছেন রিক্সা চালকরা৷ অথচ সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করে চলেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *