প্রার্থীদের নিয়ে বিজয়োল্লাসে মাতলেন খোয়াই ও বড়জলার বাম কর্মী-সমর্থকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/ খোয়াই, ২২ নভেম্বর৷৷ বড়জলা বিধানসভা কেন্দ্রে শাসক দলের প্রার্থী ঝুমু সরকারের বিপুল জয়ে

খোয়াইয়ে জয়ী সিপিএম প্রার্থী বিশ্বজিৎ দত্ত (বাঁয়ে) এবং বড়জলা কেন্দ্রে জয়ী সিপিএম প্রার্থী ঝুমু সরকার (ডানে)৷ ছবি নিজস্ব৷
খোয়াইয়ে জয়ী সিপিএম প্রার্থী বিশ্বজিৎ দত্ত (বাঁয়ে) এবং বড়জলা কেন্দ্রে জয়ী সিপিএম প্রার্থী ঝুমু সরকার (ডানে)৷ ছবি নিজস্ব৷

খুশীর হাওয়া বইছে রাজধানী আগরতলা শহরেও৷ দলীয় কর্মী সমর্থকরা আনন্দ উল্লাসে ফেটে পড়েছেন৷ সিপিআইএম কৃষ্ণনগর অঞ্চল কমিটির পক্ষ থেকে বড়জলা বিধানসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী ঝুমু সরকারের বিপুল জয়ে উৎসাহিত হয়ে আগরতলা শহরে বিজয় মিছিল সংগঠিত করে৷ বিজয় মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷ উল্লেখ্য, বড়জলা বিধানসভা কেন্দ্রটি কংগ্রেস দলের দখলে ছিল৷ এই কেন্দ্রটি বিরোধিদের কাছ থেকে ছিনিয়ে আনাই লক্ষ্য ছিল শাসক দলের৷ নানা ঘাত প্রতিঘাতের মধ্যেও কেন্দ্রটি হাতের মুঠোয় নিয়ে আসতে সক্ষম হয়েছে শাসকদল৷ এই কেন্দ্রের শাসক দলের প্রার্থীর বিরুদ্ধেও নির্বাচনের আগে নানা অপপ্রচার সংগঠিত করা হয়েছিল৷ শাসক দলকে প্রতিহত করতে বিরোধী শক্তিগুলি প্রয়াসের অন্ত রাখেনি৷ কিন্তু সব প্রয়াস ব্যর্থ করে দিয়ে শাসক দলের প্রার্থী ঝুমু সরকারই জয়ের মালা পড়েছেন৷ সেই খুশীতে রাজধানী আগরতলা শহরে উল্লাসের হাওয়া বইছে৷ এই উল্লাস যাতে কারোর বিপদের বা ক্ষতির কারণ হয়ে না ওঠে সে দিকে সকলকে সতর্ক থাকার জন্যও দলের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে৷
এদিকে, রেকর্ড ভোটে জয়ী ২৫ খোয়াই বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী বিশ্বজিৎ দত্ত৷ অতীতের সমস্ত রেকর্ড ম্লান করে গত বিধানসভা নির্বাচনে প্রয়াত বিধায়ক সমীর দেব সরকারের জয়ের ব্যবধানকেও পেছনে ফেলে ডবল মার্জিনে নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের প্রার্থী মনোজ দাসকে ১৬,০৯৪ ভোটের ব্যবধানে পরাস্ত করলেন তিনি৷ জয়ী হয়ে প্রার্থী বিশ্বজিৎ দত্ত বললেন, ‘এই ফলাফল খোয়াইয়ের সংগ্রামী মানুষের চেতনার বহিঃপ্রকাশ৷ এই জয়ের জন্য আমি খোয়াইবাসীকে অভিনন্দন জানাচ্ছি৷’ এরপর লাল অবিরে রাঙানো মিছিলে ভেসে খোয়াইবাসীকে ধন্যবাদ জানিয়ে শহর পরিক্রমা করেন বিজয়ী প্রার্থী বিশ্বজিৎ দত্ত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *