বড়জলা ও খোয়াই কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা আজ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ নভেম্বর৷৷ গুরুত্বহীন হলেও রাজ্যের দুটি আসনে উপনির্বাচনে ফলাফল নিয়ে উৎসাহে ঘাটতি

উমাকান্ত একাডেমিতে ভোট গণনা কেন্দ্র ঘুরে দেখেন রিটার্নিং অফিসার৷ ছবি নিজস্ব৷
উমাকান্ত একাডেমিতে ভোট গণনা কেন্দ্র ঘুরে দেখেন রিটার্নিং অফিসার৷ ছবি নিজস্ব৷

নেই৷ বড়জলা এবং খোয়াই দুটি আসনে ফলাফল যাই হোক সরকার বদলের কোন সম্ভাবনা নেই৷ মঙ্গলবার এই দুটি আসনে ফলাফল ঘোষণা হবে৷ সেই মোতাবেক সকাল থেকেই গণনা শুরু হবে৷ ধারণা করা যাচ্ছে, দুপুর হওয়ার আগেই গণনা সম্পন্ন হয়ে যাবে৷ সাথেই ঘোষিত হবে ফলাফল৷
এই উপনির্বাচনকে ঘিরে সবকটি রাজনৈতিক দল নিজেদেরকে শীর্ষ স্থানে বসিয়ে রেখেছে৷ বিরোধী রাজনৈতিক দলগুলির মধ্যে তৃণমূল ও বিজেপির দাবি, এই দুটি আসনে জনগণ পরিবর্তনের প্রশ্ণে মত দিয়েছেন৷ ব্যতিক্রমী ধারণা কেবল কংগ্রেসের৷ নির্বাচনের দিনই ভোটগ্রহণ পর্ব শেষে পিসিসি সভাপতি তথা বিধায়ক বীরজিৎ সিনহা অকপটে দাবি করেন, বড়জলা এবং খোয়াই বিধানসভা আসনে উপনির্বাচনে সিপিএম জয়ী হবে এবং কংগ্রেস দ্বিতীয় স্থানে অবস্থান করবে৷
নির্বাচনী জনসভায় সিপিএম পলিটব্যুরো সদস্য তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার দাবি করে বলেছিলেন, দুটি আসনে উপনির্বাচনে ফলাফলের নিরিখে সরকার বদলের কোন সম্ভাবনা না থাকলেও নীতির প্রশ্ণে মানুষ কাকে সমর্থন করছে সেটা স্পষ্ট হয়ে যাবে৷ ফলে, লড়াইয়ের ময়দানে বিজেপির বিরুদ্ধে যেখানে কংগ্রেস-সিপিএম এমনকি তৃণমূলও সামিল হয়েছে, সেখানে ভোটগ্রহণ শেষে পিসিসি সভাপতির ভবিষ্যৎবাণী কতটা মিলবে তা মঙ্গলবার দুপুরের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে৷
আগামীকাল ভোট গণনাকে ঘিরে সোমবার নির্বাচন কমিশনের তরফে সব রকমের প্রস্তুতি চূড়ান্ত হয়েছে৷ সোমবার পশ্চিম জেলা রিটার্নিং অফিসার তথা সদর মহকুমা শাসক সুমিত রায় চৌধুরী ভোট গণনা কেন্দ্রের প্রস্তুতি খতিয়ে দেখেন৷ পুলিশ প্রশাসন এবং কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানদের সাথেও ভোট গণনার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করেছেন৷ এদিকে, খোয়াই মহকুমা শাসকের কার্যালয়েও ভোট গণনা কেন্দ্রের প্রস্তুতি সম্পন্ন হয়েছে৷ খোয়াই জেলা রিটার্নিং অফিসার তথা খোয়াই মহকুমা শাসক প্রসূন দে’ও ভোট গণনার সমস্ত প্রস্তুতি এদিন সরেজমিনে খতিয়ে দেখেন৷ নিরাপত্তা সংক্রান্ত বিষয়েও খতিয়ে দেখেছেন তিনি৷
এদিকে, রাজনৈতিক দলগুলি ফলাফল ঘোষণার অধীর আগ্রহে অপেক্ষা করছে৷ কারণ, গুরুত্বহীন হলেও দুটি আসনে উপনির্বাচনের ফলাফল নিয়ে সব শিবিরই চিন্তিত৷ ২০১৮ বিধানসভা নির্বাচনের আগে দুটি আসনে উপনির্বাচনের ফলাফল রাজ্য রাজনীতির দীশা নির্দেশ করবে বলেই ধারণা রাজনৈতিক মহলের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *