বাইক পাস দিয়ে বাস-ট্রাকে সংঘর্ষ অল্পেতে রক্ষা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ নভেম্বর৷৷ ক্যাম্পের বাজারে একটি বাইককে রাস্তায় জায়গা দিতে গিয়ে ট্রাকের সাথে

বাস-ট্রাকে সংঘর্ষ৷
বাস-ট্রাকে সংঘর্ষ৷

মুখোমুখি সংঘর্ষ হয় সুকলবাসের৷ সোমবার দুপুরে টিআর০১-এফ-৩৪০৭ নম্বরের ভারতীয় বিদ্যাভবন সুকলের বাসের সাথে টিআরএল-২০১৬ নম্বরের ট্রাকের সংঘর্ষ হয়৷ তাতে দুটি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়েছে৷ ঘটনার সঙ্গে সঙ্গে ট্রাক চালক সেখান থেকে পালিয়ে গেছে৷ এডি নগর থানার পুলিশ দুটি গাড়ি আটক করে থানায় নিয়ে গেছে৷ তবে, এই দূর্ঘটনায় কেউ আহত হননি৷

 

দূর্ঘটনায় গুরুতর জখম এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২১ নভেম্বর৷৷ পথ দুর্ঘটনায় গুরুতর আহত এক ব্যক্তি৷ আহত ব্যক্তি বর্তমানে আগরতলার জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ ঘটনা মুঙ্গিয়াকামী থানাধীন আসাম আগরতলা জাতীয় সড়কে৷ আজ দুপুর ১২ টা নাগাদ৷ ঘটনায় জানা যায় মুঙ্গিয়াকামী এলাকার অমূল্য দেববর্মা(৬০) মদমত্ত অবস্থায় নিজের বাইসাইকেল দিয়ে জাতীয় সড়ক ধরে যাচ্ছিল এবং অপরদিকে রাস্তার পাশেই একটি কেন্টার গাড়িয়ে দাঁড়িয়ে ছিল রাস্তার মধ্যে৷ মদমত্ত ব্যক্তি ডাউন নামতে চাইলে সাইকেলের গতি নিয়ন্ত্রণ করতে না পারায় থামিয়ে থাকা গাড়িতে গিয়ে সজোরে ধাক্কা খায়৷ তার মাথায় প্রচন্ড আঘাত লাগে৷  প্রচুর রক্তক্ষরণ হয় সঙ্গে সঙ্গে মুঙ্গিয়াকামী  থানার পুলিশ তাকে তেলিয়ামুড়া  গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত  চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক বুঝে তাকে জিবিতে রেফার করে দেয়৷ বর্তমানে তার চিকিৎসা চলছে আগরতলা জিবি হাসপাতালে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *