নোট বাতিল ইস্যুতে উত্তাল সংসদ, সরকারকে চাপে রাখতে বুধবার বিক্ষোভ অবস্থানে বিরোধীরা

ParliamentofIndiaনয়াদিল্লি, ২১ নভেম্বর৷৷ ফের উত্তাল সংসদ৷ নোট বাতিল ইস্যুতে সোমবার সকাল থেকেই সরগরম লোকসভা এবং রাজ্যসভা৷ বিরোধী দলগুলির সম্মিলিত বিক্ষোভে বার বার বাধাপ্রাপ্ত হচ্ছে অধিবেশনের কাজ৷ ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করতে রাজ্যসভায় ভাষণ দিতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে৷ দাবি বিরোধীদের৷ সরকার পক্ষ সে দাবি মানতে রাজি নয়৷ নোট বাতিল নিয়ে রাজ্যসভায় যা বলার, তা অর্থমন্ত্রী অরুণ জেটলিই বলবেন, বলছে সরকার৷ কিন্তু বিরোধীরা প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে অনড়৷ তা নিয়েই সোমবার সকাল থেকে রাজ্যসভা উত্তাল৷ অরুণ জেটলির অভিযো, বিরোধীরা আসলে বিতর্ক চান না, সংসদের কাজে বাধা দেওয়াই তাঁদের একমাত্র লক্ষ্য৷ সোমবার সকালে অর্থমন্ত্রী বলেছেন, বিরোধীরা বিতর্ক থেকে পালাতে চাইছেন৷
আজ সকালে অধিবেশন শুরুর আগে প্রধান বিরোধী দল কংগ্রেস অন্য বিরোধী দলগুলিকে নিয়ে বৈঠক করেছে৷ লোকসভা এবং রাজ্যসভায় যাতে বিরোধী দলগুলি সম্মিলিত আক্রমণে যেতে পারে, তা নিশ্চিত করতেই এ দিন সকালে বৈঠক হয়৷ বৈঠক যে ফলপ্রসূ, তা সকাল থেকে লোকসভা আর রাজ্যসভার চেহারা দেখেই বোঝা যাচ্ছে৷ তবে সংসদের দুই কক্ষে সরকারকে আক্রমণ করেই ক্ষান্ত থাকবে না বিরোধীরা৷ বুধবার বিরোধী দলগুলি সম্মিলিত ভাবে সংসদ চত্বরে বিক্ষোভ দেখাবে বলে সিদ্ধান্ত নিয়েছে৷ এত দিন পর্যন্ত শুধু তৃণমূলই সংসদ চত্বরে বিক্ষোভ দেখাচ্ছিল৷ এ বার প্রধান বিরোধী দল কংগ্রেস সহ অন্যারাও সংসদ চত্বরে বিক্ষোভ শুরু করতে রাজি হয়ে গিয়েছে৷ নোট বাতিল নিয়ে লোকসভায় বিতর্ক চেয়ে প্রস্তাব এনেছেন বিরোধারী৷ বির্তক শেষে ভোটাভুটির দাবিও তোলা হয়েছে৷ কিন্তু যে প্রস্তাবটি জমা দেওয়া হয়েছে, তার ভাষা নিয়ে সরকার পক্ষের ঘোর আপত্তি রয়েছে৷ তা নিয়েই লোকসভা সকাল থেকে উত্তাল৷
নোট বাতিল ইস্যুতে কেন্দ্রয়ী সরকারকে চাপে রাখতে এবার একজোট বিরোধীরা৷ আগামী বুধবার ২৩ নভেম্বর সংসদ ভবন চত্বরে গান্ধী মূর্তির সামনে বিক্ষোভ অবস্থানে বসার পরিকল্পনা নিয়েছেন বিরোধী দলের নেতারা৷
জানা গিয়েছে, রণকৌশল স্থির করতে সোমবার কংগ্রেসের ডাকে বিরোধী দলগুলি বৈঠক বসে৷ বৈঠক যোগ দেয় তৃণমূল, বাম, জেডিইউ, বিএসপিসহ একাধিক বিরোধী দল৷ বৈঠকে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী, কংগ্রেসের লোকসভার নেতা মল্লিকার্জুন খাড়গে, তৃণমূ লের সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও ব্রায়েন, সিপিএমের মহম্মদ সেলিম, সিপিআইয়ের ডি রাজা, জেডিইউ নেতা শরদ যাদব, বিএসপির সতীশ মিশ্র, আরজেডির প্রেমচাঁদ গুপ্ত৷ এই বৈঠকের পর এদিন রণকৌশল স্থির করতে দলীয় সাংসদদের নিয়ে বৈঠক বসছে কংগ্রেস৷ ইতিমধ্যেই দলের লোকসভা ও রাজ্যসভার সব সাংসদকে এদিন সংসদে হাজির থাকার জন্য হুইপ জারি করেছে কংগ্রেস৷ একইভাবে দলীয় সাংসদদের হুইপ জারি করে তৃণমূলও৷ পাল্টা বিজেপিও ভোটাভুটির আশঙ্কায় রাজ্যসভার সাংসদদের উপস্থিত থাকার জন্য হুইপ জারি করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *