নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২০ নভেম্বর৷৷ গভীর রাতে তেলিয়ামুড়া থানাধীন মোহরছড়া বাজারে অগ্ণিকান্ডের ঘটনায় দুটি দোকান পুড়ে ছাঁই৷ যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ অনুমান দুই লক্ষাধিক টাকা বলে জানায়৷ এলাকাবাসী ও দমকল কর্মীদের যৌথ প্রচেষ্টায় বড়সড় অগ্ণিকান্ড থেকে বাঁচল মোহরছড়া বাজার৷ ঘটনাটি ঘটে শনিবার গভীর রাতে৷ এদিকে, মোহরছড়া এলাকার ব্যবসায়ী তপন গোপ দোকান বন্ধ করে বাড়িতে চলে আসে৷ রাত প্রায় দুইটা নাগাদ খবর পায় ওনার দোকানে আগুন লেগেছে৷ তিনি বাড়ি থেকে আসার আগেই ৪০ শতাংশ আগুনে ভস্মীভূত হয়েছে৷ পরে তেলিয়ামুড়া থানার পুলিশ টহলরত অবস্থায় অগ্ণিকান্ড দেখতে পেয়ে খবর দেয় দমকল বাহিনীদের৷ দমকল কর্মীরা অগ্ণিকান্ডস্থলে পৌঁছায়র পর আগুন আয়ত্বে আনে৷ যদিও দুটি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়৷ এদিকে মোহরছড়া বাজারে বড়সড় অগ্ণিকান্ড থেকে রেহাই পায়৷ যদিও একটি মুদির দোকান ও একটি কম্পিউটারের দোকান বাঁচাতে পারেনি৷ এদিকে দুটি দোকানে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক দুই লক্ষাধিক টাকা বলে জানা যায়৷ তবে আগুন লাগার বিষয়টি নাশকতা না শর্টসার্কিটের ফলে হয়েছে তদন্তে বেরিয়ে আসবে৷
2016-11-21

