ব্রাসিলিয়া, ২১ নভেম্বর (হি.স.) :লিওনেল মেসির হাত ধরেই অদূর ভবিষ্যতে বিশ্বসেরা খেলোয়াড় হবেন নেইমার| এমনটাই মনে করেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী (১৯৯৪) প্রাক্তন খেলোয়াড় মাজিনহোর স্বদেশী তারকার উন্নতির পেছনে আর্জেন্টাইন আইকনের ভূমিকার ভূয়সী প্রশংসা করেলন মাজিনহো |প্রসঙ্গত, বার্সেলোনায় লিওনেল মেসির সাফল্যে ব্রাজিলিয়ান ফুটবলার রোনাল্ডিনহোর প্রভাব ছিল স্পষ্ট| বরাবরই ব্রাজিলিয়ান তারকাকে পাশে পেয়েছিলেন মেসি | সেরকম মেসির পাশে খেলে ক্রমশ অপ্রতিরোধ্য হয়ে উঠছেন নেইমার|
মাজিনহোর চোখে, নেইমারের বিশ্বসেরা হিসেবে বিবেচিত হওয়াটা কেবল সময়ের ব্যাপার| এক সাক্ষাত্কারে তিনি বলেন, নিকট ভবিষ্যতে বিশ্বের সেরা খেলোয়াড় হবে নেইমার| বিশ্বসেরা হতে তাকে সাহায্য করবে মেসি| প্রত্যেক গ্রেট প্লেয়ারই অন্য গ্রেট প্লেয়ারকে সাহায্য করে| নেইমারের উন্নতিতে মেসি অনেক অবদান রেখেছে এবং নেইমার এরই মধ্যে সেরাদের একজন|
মাজিনহো আশাবাদী, ২০১৮ রাশিয়া বিশ্বকাপে দলকে সামনে থেকেই নেতৃত্ব দেবেন ২৪ বছর বয়সী নেইমার| পরবর্তী বিশ্বকাপে নেইমারকে ঘিরে মাজিনহোর ভাবনা, ব্রাজিল ফুটবল ও ওয়ার্ল্ড ফুটবলে অন্যতম সেরা প্রতিভা নেইমার| সে হবে রাশিয়া ওয়ার্ল্ডকাপের লিডার| আশা করছি, আমরা শিরোপা জিতবো|
প্রসঙ্গত, সবশেষ রোনাল্ডিনহোদের হাত ধরে ২০০২ বিশ্বকাপ ঘরে তোলে ব্রাজিল| এরপর থেকেই পেলের উত্তরসূরিদের কাছে ওয়ার্ল্ডকাপ ট্রফিটা অধরা| আর ১০২৮ বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে বর্তমানে দক্ষিণ আমেরিকা অঞ্চলে টানা ষষ্ঠ ম্যাচ জিতে পয়েন্ট তালিকাশ শীর্ষে অবস্থান করছে ব্রাজিল|
2016-11-21