মধুপুরে বাংলাদেশী যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ২০ নভেম্বর৷৷ গত ১৯ নভেম্বর শনিবার রাত ১০ টায় পাথারিয়াদ্বার এলাকা থেকে এক বাংলাদেশী যুবক আটক করা হয়৷ খবর সূত্রে জানা গেছে বাংলাদেশী যুবক সাজু মিয়া বয়স ২৮ পিতা রসিদ মিয়া নওয়া গাঁও, মেট্টুবালা জেলার বাসিন্দা৷  গত শনিবার রাতে মধুপুর থানার পুলিশ বাহিনী গোপন খবর পেয়ে পাথারিয়াদ্বার এলাকা থেকে সাজু মিয়া এক যুবককে পুলিশ গ্রেপ্তার করে৷ বর্তমানে যুবকটি মধুপুর থানার লকাপে আছে৷ দেখা যায় প্রায় সময়ই বাংলাদেশী যুবকরা ভারত বাংলাদেশ সীমান্ত বেড়া ডেঙ্গিয়ে সীমান্তে ঢুকে পড়ে৷ ফলে সীমান্ত এলাকাতে প্রায় সময়ই গরু চুরি ও বিভিন্ন সামগ্রীর জিনিস চুরি করে বাংলাদেশে নিয়ে যায়৷  ফলে সীমান্ত এলাকার লোকজনেরা চোরের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে আছে৷ রাতে ভাল ভাবে ঘুমাতে পারে না সীমান্ত এলাকার লোকজনরা৷ বাংলাদেশী যুবক এখন মধুপুর থানার লকাপে৷  যদিও যুবেকর কাছ থেকে টাকা পয়সা কিছুই পাওয়া যায়নি৷ বাংলাদেশী যুবক সাজু মিয়াকে বিশালগড় মহকুমার আদালতে পাঠানো হবে বলে জানান মধুপুর থানার বড়বাবু৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *